৪২ মিনিটেই গন্তব্যে পদার্পণ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ জানুয়ারি, ২০১৭, ০৪:৪৮:১৭ বিকাল
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে মাত্র ৪২ মিনিটে পৌঁছা যাবে ফরিদপুরের ভাঙ্গায়। স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সহজ যাত্রার রাস্তাটিও খুলে দেওয়া হবে। ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মাণ হচ্ছে ৫৫ কিলোমিটার আট লেনের এক্সপ্রেসওয়ে। এটি হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এবং এশিয়ান হাইওয়ের করিডর-১ এর অংশ। এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন-এসডব্লিউও (পশ্চিম)। ভবিষ্যতে এই এক্সপ্রেসওয়েটি ভাঙ্গা থেকে দুই ভাগে ভাগ হয়ে একটি চলে যাবে পায়রা বন্দর পর্যন্ত। অন্যটি যাবে যশোরের বেনাপোল স্থলবন্দর পর্যন্ত। সরকারের নিজস্ব অর্থায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ঢাকা-খুলনা (এন-৮) মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার ছয় লেনের এই এক্সপ্রেসওয়ের মূল সড়কটি হবে চার লেনের। এক্সপ্রেসওয়ের দুই পাশে দুই লেন করে থাকবে পৃথক সড়ক। যাতে ধীরগতির যানবাহন চলাচল করতে পারে। নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট ছাড়া এক্সপ্রেসওয়েতে ওঠা এবং এক্সপ্রেসওয়েতে নামা যাবে না। এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো ট্রাফিক ক্রসিং। এই এক্সপ্রেসওয়ের মাঝ বরাবর থাকবে ৫ মিটার প্রস্থের মিডিয়ান। যেখানে ভবিষ্যতে মেট্রোরেল নির্মাণ করা সম্ভব হবে। এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, শরীয়তপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা জেলাসহ আশপাশের সব জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://hcm.trb.org/?qr=1
মন্তব্য করতে লগইন করুন