গিনেস বুকে “বাংলাদেশি সাইক্লিস্ট”
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ জানুয়ারি, ২০১৭, ০৪:২০:৫৪ বিকাল
গিনেস বুকে নাম লেখাতে মহান বিজয় দিবসে সাইক্লিংয়ের আয়োজন করেছিল ‘বিডি সাইক্লিস্ট’ নামের একটি বাংলাদেশি গ্রুপ। ‘লংগেস্ট সিংগেল লাইন অব বাইসাইকেল মুভিং’ ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়তে সাইক্লিংয়ে অংশ নেন বাংলাদেশের ১ হাজার একশো ৮৬ সাইক্লিস্ট। অবশেষে এক লেনে বাংলাদেশের ১,১৮৬ সাইক্লিস্টের সাইকেল চালানোর বিশ্ব রেকর্ডটির স্বীকৃতি দিলো ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’। বিজয় দিবসের সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের পেছনে তিনশ’ ফিট রাস্তায় ‘বিডি সাইক্লিস্ট’ গ্রুপের সদস্যরা উপস্থিত হন। বিজয় দিবসের সকালে তাদের সাইকেল নিয়ে বের হওয়ার উদ্দেশ্য ছিল ‘লংগেস্ট সিংগেল লাইন অব বাইসাইকেল মুভিং’ ক্যাটাগরিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো। এজন্য কমপক্ষে এক হাজার সাইক্লিস্টকে এক লাইনে ৩ দশমিক ২ কিলোমিটার পথ পেরোতে হয়। ৯শ’ ৮৪ জন নিয়ে আগের রেকর্ডটি ছিল বসনিয়ার। বিডি সাইক্লিস্টস গ্রুপ ১ হাজার একশো ৮৬ জনকে নিয়ে পারি দেয় প্রায় ৫ কিলোমিটার পথ। তারা প্রায় দুই হাজারের বেশি সাইক্লিস্টের তালিকা পাঠান গিনেস বুক কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে এক হাজার ২০০ জন নির্বাচিত হন যারা সাইকেল শোভাযাত্রায় অংশ নেন। আয়োজন শেষে সব তথ্য গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। অবশেষে এই স্বীকৃতি দেয় ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’। বাংলাদেশি সাইক্লিস্টদের আসাধারণ প্রতিভার কারণে ধন্য আজ বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন