পর্যটনের অপার সম্ভাবনাময় অঞ্চল সিলেট
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ জানুয়ারি, ২০১৭, ০৫:৩২:২৯ বিকাল
ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটনের অপার সম্ভাবনাময় অঞ্চল সিলেট। খনিজ, বনজ ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকায় রয়েছে নদী, হাওর, মাছ, ধান, বালি, পাথর, চুনাপাথর, সিলিকা সেন্ড, চা-বাগান, তৈল, গ্যাসসহ অফুরান সম্পদ। এমনকি এ বিভাগের মৌলভীবাজার ও জৈন্তার ডিবির হাওরে অমূল্য সম্পদ ইউরিনিয়ামেরও সন্ধান রয়েছে। সিলেটের প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে থাকেন। নয়নভরা পর্যটন স্পটগুলো প্রতিনিয়ত হাতছানি দেয়। কিন্তু এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সেভাবে সম্প্রসারিত হয়নি। বিশেষ করে পিছিয়ে থাকা সড়ক যোগাযোগ অবকাঠামোর কারণে। তবে আশার কথা বর্তমান সরকারের আমলে সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। আরো বেশকিছু প্রকল্প বাস্তবায়নের আশ্বাস ও কিছু প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। তাই সিলেট অঞ্চলের মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখছেন। বিশেষ করে সিলেট-কাঁচপুর ২২৬ কিলোমিটার চার লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গত ৯ অক্টোবর চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে মানুষের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী জুন মাসে এ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ দিকে সিলেটে আরো একটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে আম্বরখানা-ভোলাগঞ্জ সড়ক সংস্কার। বর্তমান সরকার আমলে সিলেট নগরীতে কাজীর বাজার সেতু, সুনামগঞ্জে সুরমা নদীর উপর আব্দুজ জহুর সেতু, কুশিয়ারা নদীর উপর সিলেট-বিয়ানীবাজার সেতু নির্মিত হওয়ায় সিলেট অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি ঘটেছে। আব্দুজ জহুর সেতু নির্মিত হওয়ায় প্রান্তিক জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে চারটি উপজেলার অন্তত ২০ লাখ লোকের পথচলা সুগম হয়েছে। সুনামগঞ্জ জেলা পুরোপুরি সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে আরো ৩টি ব্রিজ ও কয়েকটি সড়ক নির্মাণের মাধ্যমে। প্রকল্পগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে বিকাশমান পর্যটন শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সিলেট-ঢাকা যাতায়াতে সময় কমবে। পিছিয়ে থাকা সিলেটে ঘটবে শিল্পবিপ্লব।
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন