পরিবর্তনের হাওয়ায় ভাসছে দেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ জানুয়ারি, ২০১৭, ০৪:০৫:৩২ বিকাল

বন্ধুর পথ পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের মহাসড়কে স্থাপন করেছে সরকার। এক দশক আগেও বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে অর্ধাহারে, অনাহারে দিন কাটাত বড় একটি গোষ্ঠী। অধিকাংশ ঘরবাড়ি ছিল মাটির দেয়াল অথবা পাটকাঠি বা বাঁশের বেড়া আর খড়ের ছাউনির। অধিকাংশ অঞ্চল ছিল বিদ্যুৎহীন-অন্ধকারাচ্ছন্ন। বর্তমানে গ্রামের সেই চিত্র আর নেই। মাত্র সাত বছরেই পাল্টে গেছে দেশের সার্বিক দৃশ্যপট। অধিকাংশ বাড়িঘর দাঁড়িয়ে আছে ইট-সিমেন্ট অথবা টিনের ওপর। অধিকাংশ বাড়িতে জ্বলছে বিজলি বাতি। ক্ষুধা, দারিদ্র্য গ্রামাঞ্চল থেকে প্রায় বিতাড়িত হয়েছে বললেও ভুল হবে না। মঙ্গা নামক শব্দটি এখন শুধুই ইতিহাস। বদলে গেছে তলাহীন ঝুড়ির কথিত ভাবমূর্তিও। জঙ্গী-সন্ত্রাসীরাও পড়েছে অস্তিত্বের সঙ্কটে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করেই বর্তমান সরকার বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে। সরকারের তৃতীয় বর্ষের সরকার পরিচালনার সফলতা-ব্যর্থতার খেরোখাতায় যে লাইনটি সর্বাগ্রে উঠে এসেছে তা হচ্ছে- পর পর দুই বছরের ন্যায় তৃতীয় বছরেও দেশের রাজনীতিসহ সবকিছুর নিয়ন্ত্রণ। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে সরকার। ভয়াল জঙ্গীবাদ-সন্ত্রাসে সৃষ্ট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি শক্তহাতে মোকাবেলা করেই দেশকে অগ্রগতির মিছিলে শামিল করার পাশাপাশি সামনে অনেক চ্যালেঞ্জ নিয়েই চলছে। সাফল্য-ব্যর্থতার পরিমাপে সরকারের ঝুলিতে সাফল্যের পরিমাণ কয়েকগুণ বেশি, চরম সমালোচকও এটা মানতে বাধ্য হচ্ছে। ঠিক তিন বছর আগে ২০১৪ সালের এই দিনে তৃতীয়বারের মতো সরকার গঠনের সময় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কুসুমাস্তীর্ণ ছিল না, বরং ছিল অত্যন্ত ঝঞ্ঝাবিক্ষুব্ধ। আওয়ামী লীগ সরকারকে বছরের শুরুতে বিএনপি-জামায়াত সৃষ্ট দুর্যোগের ঝড়ের মুখেই যাত্রা শুরু করতে হয়েছিল। সেই দুর্যোগ মোকাবেলা করার পর ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে আবারও ভয়াল সহিংসতা মোকাবেলা করতে হয়েছে বর্তমান সরকারকে। বিএনপি-জামায়াতের টানা ৯২ দিনব্যাপী ভয়াবহ দানবীয় সন্ত্রাস-সহিংসতা ও অগ্নিসন্ত্রাসে পুড়েছে গোটা দেশ। দেশের কয়েক হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে ওই রাজনৈতিক সন্ত্রাসে। তিনটি মাস ধরে দেশের মানুষ ছিল অগ্নিসন্ত্রাসের কাছে কার্যত অবরুদ্ধ। জোট সন্ত্রাসীদের পেট্রোলবোমায় পুড়ে জীবন গেছে ৩১৩ নিরীহ মানুষের। সরকারের দৃঢ়, সাহসী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার বিশাল চ্যালেঞ্জ মোকাবেলার অগ্নিপরীক্ষায় শুধু উত্তীর্ণই হননি, দেশের মানুষকে শান্তি-স্বস্তি প্রদানের পাশাপাশি গত তিন বছরে ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলে প্রগতি ও অগ্রগতির মিছিলে শামিল করতে সক্ষম হয়েছে। গণতন্ত্র ধ্বংসের সকল ষড়যন্ত্র-বেড়াজাল ছিন্ন করে দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ রেখেই বর্তমান সরকার এগিয়ে চলছে।

বিষয়: বিবিধ

৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File