নতুন করে চিনুন বাংলাদেশকে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ জানুয়ারি, ২০১৭, ০৫:৫৮:০২ বিকাল
এদেশের মনোরম পরিবেশ ও দর্শনীয় স্থান দেশী বিদেশী পর্যটকে আকর্ষন করে। পর্যটন শিল্পকে আরও আকর্ষনীয় করতে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সেভাবে মহাস্থানগড়কে আধুনিক পর্যটন কেন্দ্র উপযোগী করে সাজানো হয়েছে। নওগাঁর পাহাড়পুর দিনাজপুরের কান্তজীর মন্দির,
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদসহ ঐতিহাসিক স্থানগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন বছরে পর্যটক আগমনের ধারা পর্যালোচনা করে নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জনবল বাড়ানো হয়েছে। দেশে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা খুবই কম। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বাড়ানোর উল্লেখ হয়েছে। পর্যটকরা যাতে দেশের প্রতিটি স্থানে স্বচ্ছন্দে ঘুরতে পারে এ জন্য পুলিশ বাহিনীর অর্গানোগ্রাম তৈরি হয়েছে। বর্তমানে প্রতি দুই থানার জন্য একজন করে অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার দায়িত্ব পেয়েছেন। নতুন বছরে পর্যটকদের স্বাগতম জানাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বর্তমানে দেশের অন্তত ৮শ’ জায়গাকে পর্যটন এলাকা হিসবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪শ’ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা। বাকি ৪শ’ প্রাকৃতিক দর্শনীয় স্থান। সামাজিক যোগাযোগ মাধ্যমের তরুণরা প্রতিনিয়ত নতুন নতুন এলাকা খুঁজে বের করছে। যেগুলো পর্যটন স্থান হিসাবে তালিকার সঙ্গে যোগ হচ্ছে। ইতোমধ্যে সিলেট বিভাগের নানা দর্শনীয় স্থান যোগ হয়েছে। বগুড়ার যমুনা তীরের প্রেম যমুনার ঘাট, সিরাজগঞ্জের হার্ডপয়েন্ট, পাবনার চাটমোহরের ঐতিহ্যের স্থাপনা, কক্সবাজার, রাঙামাটি ও পার্বত্য জেলা, সিলেটের দর্শনীয় স্থান ছাড়াও রাঙামাটির বিলাইছড়ি, ধূপপানিঝর্ণা, মুপ্পোছড়া ঝর্ণা, মীর সরাইয়ের খইয়াছড়া, নাপিত্তাছড়া ঝর্ণা, বড়কমলদহ, ছাগলবান্ধা ঝর্ণা, খাগড়াছড়ির হাজাছড়া, দীঘিনালার তৈদুছড়া, শ্রীমঙ্গলের হামহাম ঝর্ণা, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়, জাদুকাঠা নদী, দোয়ারা বাজরের সোশলীচেলা, টেকেরহাটের লাইমস্টোন লেক, খাগড়াছড়ির সাজেক ভ্যালি, বান্দরবানের বগালেক, নীল গিরি থানাচির, নাফাকুম, ঢাকার কাছে দোহারের মৈনাকঘাট, সিলেটের জাফলংয়ের সংগ্রামপুঞ্জি ঝর্ণা, বিছানাকান্দি, রাতারগুল, মায়াবন, বরিশালের শাপলাবিল শাতলা, পিরোজপুরের স্বরূপকাঠির ভাসমান পেয়েরাবাজার, নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরসহ দেশের প্রায় প্রতিটি স্থানে নতুন পর্যটন এলাকা খুঁজে বের করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের দর্শনীয় স্থানগুলো যোগ হবে। ভ্রমণ উপযোগী নতুন নতুন দর্শনীয় স্থান খুঁজে বের করে সোস্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে ছবি ও বর্ণনাসহ আপলোড করা হচ্ছে। এই আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন দেশের পর্যটকরা আসছেন। পর্যটন এলাকার ভ্রমণের ছবি, বর্ণনা, কিভাবে ওই স্থানে যেতে হবে তার সার্বিক স্ট্যাটাস দেয়া হচ্ছে। যাতে পর্যটকদের ঐ এলাকার একটি সার্বিক চিত্র পেতে পারে।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন