উদ্বোধনের আগেই শুরু হচ্ছে সুফল ভোগ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ জানুয়ারি, ২০১৭, ০৫:৩১:১৬ বিকাল
পদ্মা সেতু উদ্বোধনের আগেই দক্ষিণাঞ্চলের মানুষ সুফল ভোগ করতে শুরু করেছেন। বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ এরই মধ্যে ৪০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হবে দুই বছরের মধ্যে। ২০১৮ সালের শেষ দিকে এ সেতু চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে। মাওয়া এপ্রোচ সড়ক শতভাগ শেষ হয়েছে, সার্ভিস এরিয়ার ভৌত অবকাঠামো সম্পূর্ণ শেষ হয়েছে। এ ছাড়া জাজিরা এপ্রোচ সড়কের ভৌতকাজ প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে। যা অল্প সময়ের মধ্যেই উদ্বোধন করা হবে। পদ্মা সেতুকে ঘিরে এই অঞ্চলে বহুমুখী উন্নয়ন কাজ করা হবে। এখানে আন্তর্জাতিকমানের বিমানবন্দর, অলিম্পিক ভিলেজ, সেনা ক্যান্টনমেন্ট নির্মাণ করা হবে। ইতিমধ্যে নির্ধারিত সময়ের আগেই সেতুর চারলেন সংযোগ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশ উদ্বোধন করা হয়েছে। এর ফলে কাওড়াকান্দি ঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর করার কাজ আরও সহজ হলো। এ ছাড়া এ সড়কের কারণে শিমুলিয়ার সঙ্গে নৌরুটের দূরত্বও কমে যাবে। সড়কটি খুলে দেওয়ার কারণে চলাচলের দূরত্ব ও যাত্রী পরিবহনের দুর্ভোগ দুটোই কমবে। এভাবে পদ্মা সেতু উদ্বোধনের আগেই দক্ষিণাঞ্চলের মানুষ সুফল ভোগ করতে শুরু করেছে।
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুই নম্বরী জিনিস দিয়ে তৈরি বলেই আশংকাটা প্রবল।
মন্তব্য করতে লগইন করুন