আসবে গ্রীক বিনিয়োগ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ ডিসেম্বর, ২০১৬, ০৫:০৭:২১ বিকাল
একটি দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার অন্যতম পূর্বশর্ত হচ্ছে ব্যাপক কর্মসংস্থান আর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পূর্বশর্ত বিনিয়োগ বৃদ্ধি। বর্তমান জনবান্ধব সরকার রাষ্ট্র পরিচালনায় আসীন হওয়ার পর থেকেই নানা সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষনের চেষ্টা করে আসছে যাতে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় ডুইং বিজনেস সূচকে দেশের অগ্রগতিকে ফলপ্রসূ করতে গতকাল সকালে এথেন্সে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ দ্যা ড্রিম ডেসটিনেশন ফর বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক এক সেমিনার। এ সেমিনারে বক্তারা তুলে ধরেছেন বাংলাদেশ এবং গ্রীসের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের অপার সম্ভাবনা কথা। দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে দুদেশেরই সরকার এবং ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তরিকতা আর নানা সময়োপযোগী উদ্যোগে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ শ্রমশক্তির প্রাপ্যতা, ক্রমবর্ধমান ভোক্তা শ্রেণী এবং সরকারের ব্যবসাবান্ধবনীতির প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমানে নিজেকে বাণিজ্য এবং বিনিয়োগের জন্য একটি কাঙ্খিত গন্তব্য হিসেবে উন্নীত করতে সক্ষম হয়েছে। দেশে বিরাজ করছে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ। সেমিনারে গ্রীসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ তাঁর পররাষ্ট্রনীতিতে বর্ধিত অর্থনৈতিক সহযোগিতার জন্য গ্রীসসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে নিবিড়তর বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। গ্রীসের বেশ কয়েকটি ব্যবসা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই সেমিনারে যোগ দিয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে সুনিদিষ্ট বিনিয়োগ পরিকল্পনাও তুলে ধরেন। গ্রীসের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসার ও বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রীসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার অব্যাহত কর্মসূচীর অংশ হিসেবে দূতাবাসের হেড অব চ্যান্সারী সুজন দেবনাথের পরিচালনায় এই সেমিনারে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এই সেমিনারের কল্যাণে দু’দেশের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে এগিয়ে আসবে বলেই সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বিষয়: বিবিধ
৭৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন