পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ ডিসেম্বর, ২০১৬, ০৩:৪২:২৩ দুপুর
বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। বিশ্বের বড় বড় গবেষণা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরণ করার পরামর্শ দিচ্ছে। কেউ বলছেন, এশিয়ান টাইগার। কেউ বলছেন, 'ফ্রন্টিয়ার ফাইভের' সদস্য। বিজয়ের ৪৫ বছর পরে এসে দেখা যাচ্ছে, পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ কমপক্ষে দুই ডজন আন্তর্জাতিক সূচকে এগিয়ে রয়েছে। কিন্তু পাকিস্তান তুলনামূলকভাবে
এগোতে পারেনি। দীর্ঘ ২৪ বছর পাকিস্তানি সামরিক-বেসামরিক জান্তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর শোষণ-নির্যাতন চালায়। অর্থনৈতিকভাবে বৈষম্যমূলক আচরণ করে বাঙালিদের সঙ্গে। পশ্চিম পাকিস্তান হয়ে ওঠে অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। বঞ্চিত হতে থাকে বাঙালিরা। একাত্তর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের অর্থনীতি এক প্রকার ভালোই ছিল। কিন্তু একাত্তর থেকে গত ৪৫ বছর পাকিস্তান আর সেভাবে এগোতে পারেনি। সাড়ে ৪ দশকে পাকিস্তানে অধিকাংশ সময় গণতন্ত্র ছিল না। রাজনৈতিক সমস্যায় ছিল জর্জরিত। স্বাধীনতার আন্দোলন চলছে বেলুচিস্তানে। বর্তমানে নির্বাচিত সরকার থাকলেও সামরিক প্রভাব রয়েছে ব্যাপকভাবে। জাতিগত বিরোধও প্রকট। ধর্মান্ধতার সংকট সারাদেশে। জঙ্গিবাদের উত্থানে নাস্তানাবুদ গোটা পাকিস্তান। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পাকিস্তানের শাসকরা এ অঞ্চলের উন্নয়নে উদ্যোগ নেননি। কোনো শিল্পকারখানা বা ব্যাংক-বীমার প্রধান কার্যালয় ছিল না পূর্ব পাকিস্তানে। বরং এ দেশ থেকে সম্পদ স্থানান্তর করে নিয়ে গেছে। এমনকি বাংলাদেশের জনগণকে সরকারের গুরুত্বপূর্ণ পদে চাকরি দেওয়ার বেলায়ও গড়িমসি ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের কল-কারখানায় আগুন দেয়। ধ্বংস করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রেলপথ। ভগ্নদশা আর শূন্য হাতে যাত্রা শুরু করে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম বৈশিষ্ট্য ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি। সেই মুক্তি আর অধরা নয়। বাংলাদেশ এখন উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকার খুব কাছাকাছি।বিশ্বব্যাংক, আইএমএফসহ বৈশ্বিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন এবং বাংলাদেশ ও পাকিস্তানের প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। বিশেষ করে মানব উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি গর্ব করার মতো। এ ছাড়া খাদ্য নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যবসায় পরিবেশ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ। এমনকি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতও কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের পেছনে পড়েছে। আর্থিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশ পাকিস্তানের তুলনায় বেশি উন্নতি করেছে। তবে গড় আয়ুষ্কাল, পুষ্টি, শিশু ও মাতৃ মৃত্যুহার, শিক্ষা, নারীর ক্ষমতায়নের মতো সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়েছে। পাকিস্তানের পিছিয়ে পড়ার অন্যতম কারণ তাদের দেশের ভেতর ও বাইরের বিভিন্ন সমস্যা। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশের ধারাবাহিকতার অভাব। সার্বিক বিবেচনা থেকে স্পষ্ট প্রতীয়মান যে বর্তমান সরকারের নেতৃত্বে পাকিস্তান থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন