বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নেয়ার জন্য বিভিন্ন দেশের প্রস্তাব

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৩:২৩:২৮ দুপুর



বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ নেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তাবনার হিড়িক পড়েছে। সবার আগে ভারতের সাতটি রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার পর আগ্রহ প্রকাশ করেছে ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর। আবেদন জমা দিয়েছে দূর দেশ ইতালিও। সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ব্লুবেরি টেলিকম বাংলাদেশ সরকারের কাছে ব্যান্ডউইথ চেয়ে আবেদন করেছে। সমুদ্র তলদেশে ক্যাবল

করে মিয়ানমার, কলম্বিয়া, লাওস, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় ব্যান্ডউইথ দেয়ার জন্য বাংলাদেশের কাছে একটি প্রস্তাবনা দিয়েছে। নতুন এ প্রস্তাবনায় বাংলাদেশকে কোনো খরচ করতে হবে না বলে উল্লেখ করা হয়েছে। ফলে বাংলাদেশও অব্যবহৃত ব্যান্ডউইথ রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে প্রস্তাবনাগুলো নিয়ে সরকার কাজও শুরু করেছেন। এরই মধ্যে মিয়ানমারে ব্যান্ডউইথ কানেকটিভিটি দেয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু তাদের সীমান্ত এলাকায় অসমতল ভূমির কারণে ব্যান্ডউইথ দেয়ায় কিছুটা জটিলতা রয়েছে। তবে আমাদের দেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অতিরিক্ত ১৩২০ জিবিপিএস ব্যান্ডউইথ যোগ হবে। এ অতিরিক্ত ব্যান্ডউইথ সমুদ্র তলদেশে ক্যাবলের মাধ্যমে মিয়ানমারে রপ্তানি করতে পারলে দেশের ব্যান্ডউইথ রপ্তানিতে নতুন মাত্রা যোগ করবে। তাছাড়া বাংলাদেশের জন্য ব্যান্ডউইথ ক্ষেত্রে মিয়ানামার বেশ বড় মার্কেট হবে আশা করা যায়। বাংলাদেশ থেকে বছরে ৯ কোটি ৬০ লাখ টাকার বিনিময়ে সর্বপ্রথম ১০ জিবিপিএস ব্যান্ডউইথ নিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের কাছে এ মুহূর্তে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ রয়েছে। হাতে থাকা এ ২০০ জিবিপিএস ব্যান্ডউইথের মধ্যে মাত্র ৩৩ শতাংশ ব্যবহৃত হচ্ছে স্থানীয় প্রয়োজনে। আগামী ২০২১ সালের মধ্যে এ চাহিদা ২১০ জিবিপিএসে গিয়ে ঠেকবে। এদিকে আগামী বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে আরও ১৩২০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশের ব্যান্ডউইথ দেশের রপ্তানি খাতে অন্যতম ভূমিকা রাখবে আশা করা যায়।

বিষয়: বিবিধ

৭৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380720
১৬ ডিসেম্বর ২০১৬ রাত ০৪:২১
স্বপন২ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File