বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হচ্ছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৩:৩৬:০৯ দুপুর



বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের বার্তা দিয়ে গেলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকার। দুই দেশের সামরিক সহযোগিতাকে একটি কাঠামোর মধ্যে আনার প্রস্তাব দিয়েছে ভারত। আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে। দুই দেশের মধ্যে সামরিক খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ভারত। সেই লক্ষ্যেই ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বাংলাদেশ সফর করেন। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার ঢাকা সফরের সময় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। সেসব আলোচনায় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের বিষয়টি রয়েছে। এছাড়া ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী সামরিক সহযোগিতার বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছেন। সে প্রস্তাব অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনীর দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম কোন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে আসেন। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর সফরের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত নিবিড় সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলাপ-আলোচনা করা। চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের সময় দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পটভূমি তৈরি করাই ছিল ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফরের লক্ষ্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির উপায় খুঁজতেই মনোহর পারিকারের এই সফর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দুই দিনের আলোচনায় সন্ত্রাসবিরোধী কর্মকান্ড জোরদার করতে নতুন প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর অংশ হিসেবে সামরিক সরবরাহ বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার আয়োজন করা হবে। চীনের কাছ থেকে পাওয়া দুটি ডুবোজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে। দুটি ডুবোজাহাজই আগামী বছরের জানুয়ারি মাসে দেশে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সামনে রেখেই ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফর করেন। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার কাঠামো নিয়ে উভয়পক্ষই বিস্তারিত আলোচনা করবে। আলোচনার মাধ্যমেই বিষয়টি চূড়ান্ত করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী দিল্লী গেলে সেখানে এ বিষয়ে একটি চুক্তি সই হতে পারে। বাংলাদেশ সফররত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380385
০৩ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৩৬
হতভাগা লিখেছেন : বিএসএফ যেমন বিজিবিকে প্রশিক্ষণ দেয় তেমনি ভাবে কি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে ?
380391
০৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : হায়রে বাংলাদেশ!! কি আর কমু ওমাক কহো হামরা তোমাক প্রশিক্ষন দিমো। [দিনাজপুরের আঞ্চলিক ভাষা]
380403
০৩ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৫২
স্বপন২ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File