বাংলাদেশ হবে তথ্য প্রযুক্তির দেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ নভেম্বর, ২০১৬, ০৩:১০:১৬ দুপুর



বর্তমানে যে সকল দেশ তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ ব্যাবস্থায় এগিয়ে আছে তারাই উন্নত দেশ হিসেবে পরিচিত। তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ ব্যাবস্থায় উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের ICT(information and communication technologies) খাত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে শুধু শ্রমিক রপ্তানিকারক দেশ বা তৈরি পোশাক প্রস্তুতকারী দেশ নয় একদিন বাংলাদেশ তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির দেশ হিসেবে বিশ্বে পরিচিত হবে। সারা বিশ্বে আমাদের প্রায় ১ কোটি লোকের শ্রমের বিনিময়ে ১৫ বিলিয়ন ডলার এবং ৬০ লাখ তরুণ-তরুণী রক্ত ঘাম করা পরিশ্রমের মাধ্যমে আমাদের তৈরি পোশাক খাত থেকে ২৮ বিলিয়ন ডলার জাতীয় অর্থনীতিতে যোগ হচ্ছে। সারাবিশ্ব আমাদের পরিচিতি শ্রমিক জাতি হিসেবে। আমরা সারা পৃথিবীর মানুষের জামা-কাপড় সেলাই করি। কিন্তু আমরা সারাজীবন বিশ্বের কাছে একটি শ্রমিক জাতি হিসেবেই পরিচিত থাকব না। তথ্য-প্রযুক্তি খাতে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এ খাতকে রপ্তানি আয়ের অন্যতম উৎস হিসেবে দাঁড় করাতে সক্ষম হবে। এজন্য হাজার হাজার তরুণ-তরুণীর মেধা কাজে লাগানোর সুযোগ করে দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। অ্যানিমেশনের জন্য অস্কারজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত নাফিস ইকবাল, ইউটিউবের প্রতিষ্ঠাতা জাওয়াদ করিম, খান একাডেমির প্রতিষ্ঠাতা জাওয়াদ খানের মত আমাদেরও মেধা আছে। সেটাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব। জাতীয় পর্যায়ে মোবাইল গেইম উন্নয়ন কর্মসূচির আওতায় পূর্ণাঙ্গ অ্যাপস ডেভেলপার হিসেবে ৮ হাজার ৭৫০ জন এবং গেইমিং অ্যানিমেটর হিসেবে ২ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা শুধু বাংলাদেশের জন্য তৈরি হচ্ছেনা বরং তারা বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতে তারা নেতৃত্ব দিতে পারবে একদিন। দেশের অর্থনীতিকে তারা ডিজিটাল অর্থনীতিতে রূপান্তর করতে এগিয়ে নিয়ে যাবে। তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে বর্তমানে রপ্তানি প্রায় ৭০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০০৮ সালে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানির পরিমাণ ছিল ২৬ মিলিয়ন ডলার।

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380123
২৫ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
স্বপন২ লিখেছেন :
380134
২৬ নভেম্বর ২০১৬ রাত ১২:২০
স্বপন২ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File