বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ ওমানের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ নভেম্বর, ২০১৬, ০৩:৪৬:০৫ দুপুর
দেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাতদ্রব্যসহ অন্যান্য উদীয়মান খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ওমান। ব্যাপক কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করে দিতে বর্তমান সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে। ওমানের বিনিয়োগকারীরা এখানে নিরাপদে বিনিয়োগ করতে পারে। ২ দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ-ওমান চেম্বার গঠনেরও তাগিদ দেওয়া হয়। ২০১৩-১৪ অর্থবছরে ওমানে ১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি এবং ৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। অর্থাৎ দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি ছিল ৩ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থবছরে ৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানির বিপরীতে ওমানে পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ কোটি ৬৭ লাখ ডলার; বাণিজ্য ঘাটতি ৩ কোটি ৩ লাখ মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে দেশটিতে ২ কোটি ৯ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে ৭ কোটি ১১ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে; ঘাটতি ৫ কোটি ১ লাখ ডলার। ওমানে বাংলাদেশ যে সব পণ্য রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- কৃষিপণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য, নিটওয়্যার এবং ওভেন গার্মেন্টস, ফুটওয়্যার, ফ্রোজেন ফুডস। এ ছাড়া প্লাস্টিক পণ্য, পাট ও পাটজাতদ্রব্য পণ্যও রপ্তানি হয় দেশটিতে। ওমান থেকে বাংলাদেশ আমদানি করে থাকে প্লাস্টিক, রবার, বেস মেটাল এবং আর্টিকেল মেটাল, মিনারেল প্রোডাক্ট, লাইভ অ্যানিম্যালস, অ্যানিম্যালস প্রোডাক্ট, কেমিক্যাল, টেক্সটাইল আর্টিকেলসহ নানা ধরনের পণ্য। গতকাল
বুধবার মতিঝিলের ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতাদের সঙ্গে ওমানের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও ভবিষ্যতে এ দেশ থেকে আরো শ্রমিক নিয়োগের বিষয়ে ওমানের ব্যবসায়ী প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করেন এবং সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের দক্ষতার প্রশংসা করেন। বাংলাদেশের শ্রমশক্তির একটি ‘বড় বাজার’ ওমান। বর্তমানে ওমানে প্রায় ৬ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন।
বিষয়: বিবিধ
৮৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন