ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার চাইতে এগিয়ে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ নভেম্বর, ২০১৬, ০৩:৫৫:৫৯ দুপুর



প্রখ্যাত আন্তর্জাতিক সংস্থা ‘ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস’ (আইইপি) নিয়মিতভাবে গবেষণা, সমীক্ষা বা চর্চা চালায় সারা বিশ্বে। নিয়মিত প্রকাশ করে গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচক। তাদের সমীক্ষায় উঠে এসেছে শান্তিতে বাংলাদেশের অবস্থানের কথা। ২০১৬-র বিশ্ব শান্তি সূচকে ১৬৩টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৪৩-এ রয়েছে। বাংলাদেশের অবস্থান ৮৩তম।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার কিংবা ভুটানের চাইতে অনেক বেশি শান্তি বিরাজ করছে বাংলাদেশে। পিস ইন্ডেক্স ২০১৬-তে ১৬২টি দেশের তালিকা প্রকাশিত হয়েছে। ‘বিশ্ব শান্তি সূচক’ অনুযায়ী ভারত কম শান্তির দেশের তালিকায় আছে। ভারতের থেকে আরো পিছিয়ে পাকিস্তান। এমনকি পাকিস্তান অতি বিপজ্জনক দেশগুলোর মধ্যে রয়েছে বলেও সূচকে বলা হয়েছে। বাংলাদেশ রয়েছে মোটামুটি বা মাঝারি রকমের শান্ত দেশের তালিকায়। তবে সূচক অনুযায়ী বাংলাদেশের চেয়েও দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটান এগিয়ে রয়েছে। ভুটান রয়েছে ১৩ নম্বর স্থানে। নেপাল ৭৮ নম্বরে। আর ১৫৩তম স্থানে থাকা পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে খুবই খারাপ অবস্থায় বলে এতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১৬০তম। যার পরেই রয়েছে সূচক অনুযায়ী সবচেয়ে খারাপ পরিস্থিতির দেশ ইরাক। হিংসা, হত্যা, অসামরিক নাগরিকের হাতে অস্ত্র, দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ ২১টি বিষয় মূল্যায়ণ করে ওই র‌্যাংকিং করা হয় এবং সূচক তৈরি করা হয়। শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সন্ত্রাসী তৎপরতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ১৬২ দেশকে নিয়ে সূচক তৈরি করার ক্ষেত্রে। এরই সঙ্গে দেশগুলোর মধ্যে বেড়ে চলা অস্থিরতা সেই সব দেশের অর্থনীতির উপর কীভাবে প্রভাব ফেলছে, তাও বিবেচনায় আনা হয়েছে। সার্কের অর্ন্তভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সেখানে ভুটান ও নেপাল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।



বিষয়: বিবিধ

৯০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379910
২১ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
আকবার১ লিখেছেন :
379923
২২ নভেম্বর ২০১৬ সকাল ০৭:৫৮
স্বপন২ লিখেছেন :

২২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৮
314512
গাজী সালাউদ্দিন লিখেছেন : সবার লেখায় আপনার ভিডিও লিংক!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File