পুলিশ ভেরিফিকেশন ঘুষের পরিবর্তে ফুল আর মিষ্টি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ নভেম্বর, ২০১৬, ০৪:৪২:০৩ বিকাল



পাসপোর্ট, চাকরি, বিদেশ গমনসহ যেকোনো বিষয়ে পুলিশ ভেরিফিকেশন (যাচাই-বাছাই) মানেই ঝামেলা। অধিকাংশ সময়ই প্রার্থীর পক্ষে ভালো কথা লেখার নামে পুলিশ টাকা দাবি করে। ফলে তাদের (পুলিশ) বিভিন্নভাবে খুশি করতে হয়। আর পুলিশ ভেরিফিকেশন মানেই ব্যাপক খাবারদাবার। আর যাওয়ার সময় মিষ্টির জন্য কয়েক হাজার টাকা দেওয়া বোঝায়। এসব কিছুই এখন আর লাগে না, উল্টো পুলিশই উপহার দিচ্ছে ভেরিভাইপ্রাথিকে। ভেরিফিকেশনের ভয় কাটাতে ৩৫তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন ফুলের তোড়া ও মিষ্টি। উত্তীর্ণ প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে কাজটি করেছেন পুলিশ কর্মকর্তারা। কিছু ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা নিজ নিজ থানার উপপরিদর্শকদের (এসআই) সাহায্য নিয়েছেন। তবে যিনিই গেছেন তিনিই প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের দিয়েছেন ফুলের তোড়া ও মিষ্টি। পুলিশ কর্মকর্তাদের এমন উদ্যোগ প্রচলিত ধারণাকে কিছুটা হলেও পাল্টে দিয়েছে। পুরোটাই যেন অবাকের বিষয়। সত্যিই এ এক অনন্য দৃষ্টান্ত। "এই দিন তো দিন নয়, আরো দিন আছে, এই দিনেরে নিবে যাবো সেই দিনেরও কাছে!" কেবল তো শুরু, একদিন আমরাই সর্বোচ্চ চালকের আসনেও বসবো, যাদের শৈশব, কৈশোর, তারুণ্য কেটেছে জরাগ্রস্তকে বদলে দেয়ার গান গেয়ে তাদের হাত ধরেই তো চলবে বাংলাদেশ...স্যালুট এই পুলিশ বাহিনীকে। দিন বদলাচ্ছে! বদলাতেই হবে!!!

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379744
১৫ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
স্বপন২ লিখেছেন :
ধন্যবাদ
379748
১৫ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০০
আবু নাইম লিখেছেন : জে ভাই সত্যিই এ এক অন্যান্য দৃষ্টান্ত। ৩৫ তম বিসিএস এ যারা টিকলেন. তাদেরকে চুলছেড়া বাছাই করে তারপর টিকানো হয়েছে।
কাজেই এ খানে ঘুষ চা্ওয়ার তো সাহস নেই। তাই বাধ্য হয়েই ফুল/মিষ্টি দিতে হচ্চে।
379753
১৬ নভেম্বর ২০১৬ সকাল ০৯:১৭
আনিসুর রহমান লিখেছেন : Good inititative no doubt about it but it had no effect to stop corruption
379759
১৬ নভেম্বর ২০১৬ রাত ০৮:১৮
হতভাগা লিখেছেন : ছাত্রলীগের পোলাপান টিকছে । পুলিশের লোকেরাও যুব/ছাত্রলীগেরই । ফুল মিষ্টি পাঠানোতে পুলিশের নিজের পদ , পজিশন ও পোস্টিং নিশ্চিত করবার চাইতেছে। খাওয়া বা টাকা ডিমান্ড করলে খাগড়াছড়ি বা নাইক্ষ্যাংছড়ি পোস্টাইবে।
379766
১৭ নভেম্বর ২০১৬ সকাল ০৫:২৯
মনসুর আহামেদ লিখেছেন : এই পুলিশ বাহিনী কোন দিনও সৎ ছিল না।
যাদের কাছে গেছে তারাও যুব ও ছাত্রলীগের ।
ফটো শো মাএ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File