পার্বত্য জেলাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ নভেম্বর, ২০১৬, ০৩:৪২:৫৬ দুপুর
রুপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারের গৃহিত নানা পদক্ষেপে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বাংলাদেশ, অব্যাহত অর্থনৈতিক অগ্রযাত্রার খুলছে সম্ভাবনার নব নব দ্বার। এরই ধারাবাহিকতায় দেশে নতুন সম্ভাবনার বারতা নিয়ে আত্মপ্রকাশ করছে পর্যটন শিল্প। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিন পার্বত্য জেলা পর্যটন শিল্পের অপার সম্ভাবনা বিবেচনায় তাই এবার এতদ্অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এই তিন জেলার ২৬ উপজেলাতে ৫৬ হাজার নতুন গ্রাহককেও দেয়া হবে বিদ্যুৎ সংযোগ। এ জন্য তৈরি করা হচ্ছে অবকাঠামো, যা ২০১৯ সালের মধ্যেই বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রায় ১৩ হাজার ১৯০ বর্গ কিলোমিটার আয়তনের তিন পার্বত্য জেলার জনসংখ্যা প্রায় ১৪ লাখ। অনন্য প্রাকৃতিক সৌন্দর্য্যে জন্য সমাদৃত এই পাহাড়ি এলাকার অফুরন্ত সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে এ অঞ্চলের বিদ্যমান বিদ্যুৎ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। বর্তমানে এ অঞ্চলে ৮৬ হাজার ৫৬৪ জন গ্রাহকের জন্য লোড চাহিদা রয়েছে ৫৪ দশমিক ৫০ মেগাওয়াট। ২০৩০ সালের মধ্যে এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭৯ মেগাওয়াট আর গ্রাহক সংখ্যা ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১২৮ জন। সরকারের রুপকল্প-২০২১ এর আওতায় সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কর্মসূচি বাস্তবায়নে ৫৫০ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ‘তিন পার্বত্য এলাকায় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও গ্রাহক সংযোগ’ নামের উন্নয়ন প্রকল্পটির সময়োপযোগী উদ্যোগ নিয়েছে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হচ্ছে পার্বত্য অঞ্চলে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন করা। এ জন্য ১২টি ৩৩/১১ কেভি নতুন সাব-স্টেশন স্থাপন করা হবে। ৪টি পুরাতন ৩৩/১১ কেভি সাব-স্টেশনের সংস্কার করে সক্ষমতা বাড়ানো হবে। নতুন বিতরণ লাইন স্থাপন ও পুরাতন লাইনের সংস্কারের মাধ্যমে ৫৬ হাজার নতুন গ্রাহক সংযোগ দিতে অবকাঠামো তৈরি করা হবে।
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন