অনলাইনে পণ্যের মান যাচাই
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ নভেম্বর, ২০১৬, ০৩:১৫:৪৫ দুপুর
বর্তমান গণতান্ত্রিক সরকারের দূরদর্শী পরিকল্পনার অব্যাহত বাস্তবায়ন আর সময়োপযোগী নানা উদ্যোগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ এখন প্রতিনিয়ত বাস্তবতার মানদন্ডে নিরীক্ষিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের ভোক্তা/ক্রেতারা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে যে কোন পণ্যের গুণগত মান বা বিএসটিআইয়ের অনুমোদনপ্রাপ্ত কিনা সেটা যাচাই করতে পারবেন। অন্যদিকে পণ্য উৎপাদকদের তাদের পণ্যের মান সনদ নিতেও আর বিএসটিআইয়ের দ্বারে ধর্না দিতে হবে না, অনলাইনে মান সনদের জন্য আবেদন করে অনলাইনেই পেয়ে যাবে সনদ। ভোক্তা ও পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তা করার বিষয়টি মাথায় রেখেই বিএসটিআইয়ের পক্ষ থেকে সার্টিফিকেট মার্কস (সিএম) অটোমেশন কার্যক্রমের মাধ্যমে পণ্যের মান নিশ্চিতে অনলাইনে আবেদনপত্র গ্রহণ ও যাচাই বাছাই কার্যক্রম শেষে সনদ প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) আর্থিক ও কারিগরি সহায়তায় এই অটোমেশন কাজ সম্পন্ন করা হয়েছে। এত দিন কোন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের মান সার্টিফিকেট নিতে বিএসটিআইয়ে এসে নির্ধারিত ফরমে ফি জমা দিয়ে আবেদন করতে হতো। আবেদনপত্র জমা, পণ্যের মান যাচাই বাছাই করে সার্টিফিকেট পেতে দীর্ঘ সময় লেগে যেত। নতুন এ পদ্ধতিতে যে কেউ প্রতিষ্ঠানে বসেই সার্টিফিকেট মার্কসের (পণ্যের মান সনদ) জন্য অনলাইনে আবেদন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমেই তার পণ্যের মান সার্টিফিকেট পেয়ে যাবে। বাজারজাতের অনুমতিও মিলবে অনলাইনের মাধ্যমে। কোন ভোক্তা নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের পণ্য বৈধ কিনা বা বিএসটিআইয়ের মান সনদ আছে কিনা তাও যাচাই করতে পারবেন। এই প্রক্রিয়া চালু হওয়ায় আবেদন ফি এবং মার্ক ফি ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে। অনলাইনে মার্কিং ফি পরিশোধ করার সঙ্গে সঙ্গে আবেদনকারীর ই-মেইলে সার্টিফিকেট পৌঁছে যাবে। আবেদনকারী মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনকারী তার ই-মেইল থেকে সার্টিফিকেট ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। পাশাপাশি কোন পণ্য বিএসটিআইর সনদপ্রাপ্ত কিনা, তা বিএসটিআইর ওয়েবসাইট থেকে পাবলিক সার্সিংয়ের মাধ্যমে ক্রেতা-ভোক্তারা যাচাই করতে পারবেন। এর ফলে বিএসটিআইয়ের কার্যক্রমে স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে বর্তমান সরকারের দায়বদ্ধতার সংস্কৃতিও বিকশিত হবে। সরকারের এ ধরণের সময়োপযোগী উদ্যোগেই নিশ্চিত হবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নপূরণ।
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন