সুখি সমৃদ্ধ দেশ গড়তে আয়করের বিকল্প নেই
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ নভেম্বর, ২০১৬, ০৪:১২:৪১ বিকাল
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্মাণাধীন নিজস্ব ভবনে আয়োজিত পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া মেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৫২ কোটি ২০ লাখ ২১ হাজার ৯৯৪ টাকার আয়কর সংগ্রহ হয়েছে। এবার মেলার পরিধি গতবছরের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-ফাইলিং, ই-প্যামেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে আলাদা বুথ। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে। করদাতাদের যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ৮টি শাটল বাস মেলায় চলাচল করছে। করদাতাদের সুবিধার্থে আয়কর মেলায় বিশেষ ব্যবস্থায় ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হচ্ছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের জন্য করদাতাদের শুধুমাত্র ই-টিআইএন ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে আনতে হচ্ছে। নতুন এ উদ্ভাবনী পদ্ধতিতে ইউজার আইডি ও পাসওয়ার্ড নিতে করদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড নেয়ার জন্য ই-ফাইলিং বুথে করদাতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়। উল্লেখ্য যে, রাজধানী ঢাকাসহ দেশের ৫৭টি জেলা, ১৪টি উপজেলাসহ (৩টি ভ্রাম্যমাণ মেলা) মোট ৭১টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। সুখি সমৃদ্ধ দেশ গড়তে আয়করের বিকল্প নাই এমনই চিন্তা ভাবনা হোক বাংলার প্রতিটি ঘরে ঘরে।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন