সুশাসনের অঙ্গীকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ অক্টোবর, ২০১৬, ০২:৫৮:৪২ দুপুর
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। বিগত দিনগুলিতে সরকার এ লক্ষ্যে নিরলসভাবে নানা ধরণের উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিশ্রুতি পূরণে তার আন্তরিকতার প্রমাণ দিয়েছে। এবার বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিচারকদের বিদেশে প্রশিক্ষণের জন্য গ্রহণ করা হয়েছে ৪০ কোটি টাকার প্রকল্প। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ২০১৯ সালের জুনের মধ্যে অধঃস্তন আদালতের ৫৪০ জন বিচারককে প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ সরকারি খরচে এ ধরনের একটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী অপরাধের ধরন বদলেছে। দেশে এখন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মানি লন্ডারিং, তথ্য-প্রযুক্তির অপব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন ধরন ও মাত্রার অপরাধ সংঘটিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় মামলা ব্যবস্থাপনায় পরিবর্তন আনাসহ ই-জুডিসিয়ারি প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের ভিশন-২০২১-এর আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘অধঃস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।এসব বিচারককে সাইবার ক্রাইম, অনলাইন সিকিউরিটি, ট্রান্সন্যাশনাল টেরোরিজম, আইসিটি (তথ্যপ্রযুক্তি) ইউজ ইন জুডিসিয়াল অ্যাক্টিভিটিস, ডিজিটাল কোর্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল জাস্টিস, জুভেনাইল জাস্টিস, ডমেস্টিক ভায়োলেন্স, অফশোর ক্রাইম অ্যান্ড ডিসপুট রেগারেডিং অফশোর অ্যাক্টিভিটিস, ল’ অ্যান্ড সি, ক্লাইমেট চেঞ্জ ল’ অ্যান্ড পলিসি, এনার্জি ল’ অ্যান্ড পলিসি, জুডিসিয়াল সেক্টর প্লানিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, জুডিসিয়াল সেক্টর প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম মনিটরিং, কোস্টাল জোন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট, মেরিটাইম সিকিউরিটি, এনভায়রনমেন্টাল প্লানিং, গভর্ন্যান্স অ্যান্ড জাস্টিসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রকল্পের আওতায় ৩০ জন বিচারককে তিন মাস, ১২০ জন বিচারককে এক মাস ও ৩৬৬ জন বিচারককে দুই সপ্তাহের প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদে আরও ১৮ জন বিচারক অস্ট্রেলিয়ায় মাস্টার্স কোর্স ও ৬ জন বিচারক পিএইচডি কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে নতুন নতুন ইস্যুতে বিচারকদের দক্ষতা ও বিচারিক সেবার মান বৃদ্ধি পাবে। এতে মামলা ব্যবস্থাপনায় আধুনিকায়নের মাধ্যমে মামলার জট কমানোসহ বিচার প্রার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন