আমার দেশ আমার পণ্য

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ অক্টোবর, ২০১৬, ০৬:২৯:১৭ সন্ধ্যা



বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে দ্রুত এগিয়ে যাচ্ছে। অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। কিছু দিনেই বিশাল পরিবর্তন এসেছে। বাংলাদেশী তৈরি ওয়ালটন পণ্য উচ্চমানের। দামের দিক থেকেও তুলনামূলক সাশ্রয়ী। বিশেষ করে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং উৎপাদনের বিভিন্ন পর্যায় খুবই আশাব্যঞ্জক। ওয়ালটনের সামনে বিরাট সম্ভাবনা রয়েছে। সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য দিয়ে বিশ্ববাজারে, বাজার সম্প্রসারণ করতে পারে। ক্রেতারা সব সময় খোঁজেন ভালো জিনিস, যত সেরা মূল্যে পাওয়া যায়। ক্রেতাদের এই চাহিদা যারা পূরণ করতে পারে তারাই যোগ্য প্রতিষ্ঠান। সে বিবেচনায় ক্রেতাদের চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ওয়ালটনের এই বিশেষত্ব আজকের বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে বিশাল পরিবর্তন এসেছে। মানবসম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ নতুন উচ্চতায় চলে যাচ্ছে। ওয়ালটন যেহেতু দেশেই তৈরি হচ্ছে, আমাদের উচিত ওয়ালটন পণ্য কিনে দেশীয় প্রযুক্তিকে এগিয়ে নেয়া। তাতে দেশীয় কোম্পানী আরও উদ্যোগী হবে ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ করতে। আর এভাবেই গতিশীল হবে অর্থনীতির চাকা।

বিষয়: বিবিধ

৭৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379010
২৪ অক্টোবর ২০১৬ রাত ০৯:৩১
আবু জান্নাত লিখেছেন :
উন্নয়নের মহাসড়কে দ্রুত এগিয়ে যাচ্ছে।

কথাটি ওভাবে নয় বরং এভাবে হওয়া উচিৎ ছিল: উন্নয়ন শুধু মহাসড়কেই হচ্ছে, গ্রাম গঞ্জের মানুষ ভাঙ্গা রাস্তায় চলতে চলতে হায়াতে শেষ প্রান্তে পৌছে যাচ্ছে। গ্রামাঞ্চলের প্রতিটি সড়ক যেন মৃত্যু কূপ।
এই দিকে একটু নজর দিবে কি আপনার সরকার??

379017
২৫ অক্টোবর ২০১৬ সকাল ০৫:০৮
স্বপন২ লিখেছেন :
379031
২৫ অক্টোবর ২০১৬ দুপুর ০১:০৭
মোস্তফা সোহলে লিখেছেন : দেশী পন্য কিনে ধন্য আমরা কমই হতে চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File