বেশি রপ্তানি চামড়াশিল্পে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ অক্টোবর, ২০১৬, ০৪:৫২:০০ বিকাল
তৈরি পোশাক খাতের দেখানো পথ ধরে জেগে উঠছে চামড়া শিল্প। সরকারি-বেসরকারি নানা কার্যকর পদক্ষেপে দেশের দ্বিতীয় রপ্তানি খাত হিসেবে সম্ভাবনার পাখা মেলতে শুরু করেছে এ শিল্প। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩১ কোটি ৯০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ৪৯৫ কোটি টাকা, যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ১৬ শতাংশ বেশি। একই সঙ্গে গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়ের তুলনায়ও ১৬ দশমিক ৬৯ শতাংশ বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়েছে এ খাতে। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে চামড়ার জুতা রপ্তানি আয় হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ দশমিক ৭০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের রপ্তানি আয় ২২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে চামড়ার জুতা রপ্তানিতে আয় হয়েছিল ১২ কোটি ৮৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিগত দিনের পরিসংখ্যান অনুযায়ী জীর্ন এই শিল্প আবার আশার আলো জাগাবে এ প্রত্যাশা সবার।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন