নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেয় না ইসলাম
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ অক্টোবর, ২০১৬, ০৪:৫৪:২৯ বিকাল
শান্তির ধর্ম হিসেবে পরিচিত ইসলাম এবং ইসলামের অনুসারী মুসলমানরা আজ কলঙ্কিত। বিশ্ব নন্দিত মুসলমান জাতি আজ নিন্দিত। বিশেষত পাঞ্জাবী, টুপি ও দাড়িওয়ালারা বর্তমানে অস্বস্তিতে দিনাপাত করছে। ইসলাম কোন ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেয় না। তাই যারা ইসলামের নাম করে নিরীহ মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে আজ জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। দেশের মানুষ আজ অশুভ চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। স্বাধীনতার পরাজিত শক্তি বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে বাধা সৃষ্টি করে দেশকে অকার্যকর করার জন্যই সন্ত্রাস ও জঙ্গী কর্মকান্ড শুরু করেছে। এ সমস্যা এখন একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাড়িয়েছে। জঙ্গিবাদ নামক ভাইরাস দ্বারা বাংলাদেশও আক্রান্ত। এক শ্রেণির ভ্রান্ত ও পথভ্রষ্ট মুসলমান ইসলামের নাম ব্যবহার করে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে মানুষকে মারছে এবং নিজেও মরছে। এ দুটিই মহা অপরাধ। অপর মানুষকে হত্যা না করা ব্যপারে পবিত্র আল কুরআনে আল্লাহ পাক কয়েকটি সুরাতে উল্লেখ করেছেন। কাউকে অন্যায়ভাবে হত্যা করাকে আল্লাহ রাব্বুল আলামীন সমগ্র মানবজাতিকে হত্যা করার শামিল বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন সূরাতুল মায়িদার ৩২ নম্বর আয়াতে বলেন-“এ কারণেই আমি বানী ইসরাইলের নিকট ঘোষণা করেছি যে, যে ব্যক্তি হত্যাকারী বা অনর্থ বিপর্যয় সৃষ্টিকারী ব্যতীত অপর কোন ব্যক্তিকে হত্যা করল সে যেন সকল মানুষকেই হত্যা করল”। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামীন সূরাতুন নিসার ৯৩ নম্বর আয়াতে বলেন-“যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন”। আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, ‘মুসলিম হলো সেই যার থেকে সকল মানুষ নিরাপদে থাকে’(মুসনাদে আহমাদ)। তিনি আরও বলেন শুধু ভাল পথেই কল্যান আসতে পারে, খারাপ ধ্বংসাত্মক পথে কোন কল্যান আসতে পারে না। (সহীহ বুখারী)। এ থেকে পরিষ্কার হয় যে, সন্ত্রাস ও নৈরাজ্যেকে ইসলাম কখনও সমর্থন করে না। ইসলামের এই শান্তির আদর্শকে জলাঞ্জলি দিয়ে আজ যে সমস্ত ধর্মান্ধ ও স্বার্থন্বেস্বী চক্র, কোমলমতি তরুণদের জীবনকে বিপন্ন করার চেষ্টা করছে আমরা তাদের এই অপচেষ্টা ও জঙ্গিবাদী তৎপরতাকে কঠোর হস্তে দমন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার জন্য সকলকে আহবান জানাই। সেই সাথে জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমুর্তি বিনষ্ট ও উন্নয়েনের গতিকে ব্যাহত করার সকল অপচেষ্টা আমরা অবশ্যই নস্যাত করবো ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
৬৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন