শুধু অভিজ্ঞতায় নয়, শক্তিমত্তায়ও এগিয়ে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ অক্টোবর, ২০১৬, ০৪:৪১:৩১ বিকাল
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১০ সালের পর এবারই প্রথম বাংলাদেশে সফরে আসছে ইংল্যান্ড। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। সেখানে ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। ক্রিকেট ঐতিহ্যে, ইতিহাসে যদি ইংল্যান্ড এগিয়ে থাকে তাহলে এ মুহূর্তে অন্য সব দিকেই কিন্তু ইংল্যান্ডকে মাত দিচ্ছে বাংলাদেশ। অভিজ্ঞতা, শক্তিমত্তা, ইমেজ সবদিকেই ইংল্যান্ডকে পেছনে ফেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাস ১৩৯ বছরের পুরনো। সেই তুলনায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাস ৩০ বছরের পুরনো। দুই দলের ক্রিকেট ইতিহাসে পার্থক্য ১০৯ বছর! আর তাই ক্রিকেট কাঠামোতেও ‘যোজন-যোজন’ পিছিয়ে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য যে দল আছে ইংল্যান্ডের, সেই দলে একজনও নেই যে ১০০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। তিনজন ক্রিকেটার শুধু পঞ্চাশ উর্ধ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। এরমধ্যে অধিনায়ক জস বাটলার ৭৮ ওয়ানডে, পেসার স্টিভেন ফিন ৬৫ ওয়ানডে ও আরেক পেসার ক্রিস ওকস ৫২ ওয়ানডে খেলেছেন। বাকি সব ক্রিকেটারই ৫০ ওয়ানডের নিচে খেলেছেন। সেই তুলনায় বাংলাদেশের ৬ জন ক্রিকেটার শুধু ৫০ ওয়ানডের নিচে খেলেছেন। আটজনই ৫০-এর উপর ম্যাচ খেলেছেন। আবার পাঁচজন ক্রিকেটার ১০০ ওয়ানডে ম্যাচের উপরে খেলেছেন। এরমধ্যে তামিম ইকবাল (১৫৬ ওয়ানডে), সাকিব আল হাসান (১৬০ ওয়ানডে), মুশফিকুর রহীম (১৬১ ওয়ানডে), মাহমুদুল্লাহ রিয়াদ (১২৮ ওয়ানডে) ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (১৬৩ ওয়ানডে) আছেন। সর্বশেষ দুই ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে জিতেছে বাংলাদেশ। পুরোশক্তির ইংল্যান্ড দল থাকার পরও জিতেছে। এবারতো সেই তুলনায় দুর্বল দলই ইংলিশরা। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে সিরিজ খেলতে আসেননি ওয়ানডের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। একই কারণে এ্যালেক্স হেলসও সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ব্যাটসম্যান জো রুটকে রাখা হয়েছে বিশ্রামে। এ তিনজনই হচ্ছেন ম্যাচ উইনার। তারা কেউ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই। স্বাভাবিকভাবেই ইংলিশ ওয়ানডে দলটি দুর্বল হয়ে পড়েছে। সেই দুর্বলতার সুযোগ এখন বাংলাদেশ দল নিতে পারলেই হয়ে যায়। সেই সুযোগককে সামনে নিয়ে আজ প্রথম ম্যাচে জয় দিয়েই সিরিজ জেতার মিশন শুরু হোক বাংলাদেশের, সেই প্রত্যাশাই এখন সবার।
বিষয়: Contest_priyo
১০৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিষিক্ত বলের বলেই কিন্তু ৫ জন অভিজ্ঞ বাংলাদেশী ব্যাটস্ম্যান আউট হয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন