বিএনপি কি ভুল কৌশল থেকে সরে আসবে?
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ অক্টোবর, ২০১৬, ০৭:৩১:৩৮ সন্ধ্যা
বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকতে ২০০৫ সালে ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে জঙ্গিরা তাদের প্রবল উপস্থিতি জানান দিয়েছিল।অন্যদিকে জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপি জাতীয় ঐক্যের আহ্বান । তবে জঙ্গিবাদবিরোধী ঐক্যের ব্যাপারে বিএনপির সততা ও আন্তরিকতা নিয়ে অনেকের মনে প্রশ্ন ও সংশয় আছে। কেন এই প্রশ্ন ও সংশয়? এ বিষয়ে বিএনপির ট্র্যাক রেকর্ড ভালো নয়। বিএনপি ক্ষমতায় থাকতে জঙ্গিবাদকে মদদ দিয়েছিল বলেই অনেকে মনে করেন। অর্থাৎ বিএনপির আশ্রয়-প্রশ্রয়-সহায়তা পেয়েই জঙ্গিরা এখানে মাথা তোলার সুযোগ পেয়েছিল। বাংলাভাইয়ের উত্থান-পর্বে বিএনপি সরকারে ছিল। প্রাথমিকভাবে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাভাইয়ের তৎপরতার খবর প্রকাশিত হলে সরকারের তরফ থেকে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো এটা মিডিয়ার সৃষ্টি বলে উল্লেখ করা হয়েছিল। পরে অবশ্য এই অপশক্তি একযোগে ৬৩ জেলায় এবং কয়েকটি আদালতে বোমা হামলা চালানোর পর জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে বিএনপি সরকার তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল। দেশে বিভিন্ন নামে গজিয়ে ওঠা জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে জামায়াতে ইসলামী নামের রাজনৈতিক দলটির নিবিড় সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হয়। বিভিন্ন সময়ে জঙ্গি হিসেবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের বেশিরভাগই শুরুতে জামায়াত-শিবিরের কর্মী ছিল। গণতান্ত্রিক রাজনীতির সুযোগ নিয়ে জামায়াত প্রকাশ্য তৎপরতা চালালেও তারা যে বিভিন্ন গোপন সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে তাতে কোনো সন্দেহ নেই। অন্য দলের মধ্যে নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে তাদের লোকদের ঢুকিয়ে থাকে। প্রকাশ্য-অপ্রকাশ্য দুই পদ্ধতিতেই তারা এটা করে থাকে। জামায়াতের এই কৌশলী রাজনীতির হাতে বন্দি হয়ে আছে বিএনপি।বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল। একাধিকবার এই দল ক্ষমতায় ছিল। ভবিয্যতেও এই দলের ক্ষমতায় যাওয়ার উজ্জ্বল সম্ভাবনার কথা অস্বীকার করা যাবে না। কিন্তু জামায়াত-নির্ভরতা এই দলটির বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোটের রাজনীতির যে হিসাব কষে জামায়াতের সঙ্গে বিএনপি গাঁটছড়া বেঁধেছে সেটা আর ঠিক নেই। জামায়াতের সমর্থন পেতে গিয়ে জামায়াতবিরোধী এক বড় জনগোষ্ঠীর সমর্থন হারিয়েছে বিএনপি।বিএনপি জামায়াতকে চালাছে না, বরং জামায়াতই বিএনপিকে চালাছে। ফলে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নামে সন্ত্রাস-সহিংসতা-নাশকতা চালিয়ে বিএনপির লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। এখন বিএনপি-জামায়াত ব্র্যাকেট বন্দি হয়েছে।`বিএনপি এখনো এক ধরনের অস্থিরতার মধ্যেই আছে।বিএনপি ভুল পথে হাঁটার কারণেই তাদের আজ এই অবস্তা। অস্থিরতা ও দিশাহারা ভাব বিএনপিকে কেবল ভুল পথেই ঠেলবে।
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন