স্বপ্নপূরণ হতে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের মানুষের

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০২:৫২ বিকাল



স্বপ্নপূরণ হতে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের মানুষের। প্রতীক্ষিত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল, রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটি উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়। ‘সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্প (২) এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ’ প্রকল্পটি একনেক বৈঠকের কার্যতালিকায় প্রথমেই স্থান পেয়েছে। দেশের অন্য চারলেন মহাসড়কের চেয়ে এটি আরও আধুনিক হবে। সড়কজুড়ে ৬ থেকে ৮ কিলোমিটার পরপর উন্নত দেশগুলোর আদলে প্রায় ৮০টি আধুনিক ‘বাস-বে’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। উন্নত দেশগুলোর মতোই আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে এ চারলেনে। প্রকল্পের আওতায় এ সড়কের দু’পাশে ধীরগতিসম্পন্ন যানবাহনের লেনও তৈরি করা হবে, যার ফলে এটি ছয়লেনে প্রশস্ত হবে। এর পাশাপাশি মহাসড়কে ২ হাজার ৬৩৫ মিটারের তিনটি ফ্লাইওভার, ৪১১ মিটারের একটি রেলওয়ে ওভারপাস, ৩২টি ব্রিজ, ১৬১টি কালভার্ট, ১১টি পথচারী ওভারপাস, ৩৯টি আন্ডারপাস এবং একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ থেকে ২০২০ সাল।

বিষয়: বিবিধ

৮৯২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377354
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৫১
হতভাগা লিখেছেন : এক্সিস্টিং জনবলের যে মানসিকতা আছে সেটা থাকলে হাজারও উন্নয়ন মূলক কাজ ভেস্তে যেতে বাধ্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File