চালু হচ্ছে প্রবাসবন্ধু কল সেন্টার

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১৮:০৭ দুপুর



একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে জনশক্তি রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের উপর। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের অনুপ্রেরণায় বিদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। বিশ্বের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া ২০০৯ সাল থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে ‘জি টু জি’ ব্যবস্থায় আবারো বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে দেশটি। সে প্রক্রিয়া প্রত্যাশা অনুযায়ী কার্যকর না হওয়ায় পরে মালয়েশিয়ার সরকার পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়।গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তবে এর পরদিনই দেশটি বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করে। সরকারের অনুপ্রেরণায় সম্প্রতি মালয়েশিয়ার সরকার জানায় বিদেশি কর্মী নিয়োগের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। অন্যদিকে সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে চালু করছে ‘প্রবাসবন্ধু কল সেন্টার’। এর ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা যেকোনো সমস্যা তাত্ক্ষণিকভাবে বাংলাদেশে সরাসরি জানাচ্ছেন। সে অনুযায়ী সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। এভাবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের সকল উদ্যোগ নিচ্ছে সরকার।একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে জনশক্তি রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের উপর। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের অনুপ্রেরণায় বিদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। বিশ্বের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া ২০০৯ সাল থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে ‘জি টু জি’ ব্যবস্থায় আবারো বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে দেশটি। সে প্রক্রিয়া প্রত্যাশা অনুযায়ী কার্যকর না হওয়ায় পরে মালয়েশিয়ার সরকার পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়।গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তবে এর পরদিনই দেশটি বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করে। সরকারের অনুপ্রেরণায় সম্প্রতি মালয়েশিয়ার সরকার জানায় বিদেশি কর্মী নিয়োগের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। অন্যদিকে সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে চালু করছে ‘প্রবাসবন্ধু কল সেন্টার’। এর ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা যেকোনো সমস্যা তাত্ক্ষণিকভাবে বাংলাদেশে সরাসরি জানাচ্ছেন। সে অনুযায়ী সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। এভাবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের সকল উদ্যোগ নিচ্ছে সরকার।

বিষয়: আন্তর্জাতিক

৭২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File