উত্তরবঙ্গের লালিত স্বপ্ন পুরন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০৫:৪০ বিকাল





পবিত্র ঈদুল আযহা উপলক্ষকে সামনে রেখে আগামী ২ সেপ্টেম্বর চালু হচ্ছে দিনাজপুর-ঢাকা রুটে ডুয়েল রুটে ব্রডগেজ আন্তঃনগর দ্রুতযান ও এক্সপ্রেস ট্রেন। প্রাথমিকভাবে দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত ডুয়েল গেজ ট্রেন চালু হবে। রেল মন্ত্রণালয়ের আওতায় ২০১০ সালের অক্টোবরে দিনাজপুর জেলার পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটারের মিটার গেজ রেলপথকে আধুনিকায়ন, সম্প্রসারণ ও ডুয়েল গেজে রূপান্তরিত করতে কাজ শুরু করা হয়। কিছুটা দেরিতে হলেও উত্তরবঙ্গের লালিত স্বপ্ন পুরন হতে চলেছে বর্তমান সরকারের সাহসী পদক্ষেপে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল পার্বতীপুর থেকে পঞ্চগড়, কাঞ্চন থেকে বিরল, বিরল থেকে বিরল বর্ডার রেলপথ প্রায় ১৫০ কি. মি. মিটার গেজ থেকে ডুয়েল গেজ ও ব্রডগেজ সেকশনে রূপান্তর করা হয়েছে। গত ২২ আগস্ট সকল লাইন ব্রিজের ফিটনেস দেয়া হয়েছে। বর্তমানে ১০টি করে বগি নিয়ে এ লাইনে ট্রেন চলবে। এর মধ্যে এসি চেয়ার কোচ থাকবে ৮০টি সিট, শোভন চেয়ার থাকবে ৫টি বগিতে ৯২টি করে মোট ৪৬০টি সিট। এসি কেবিনে থাকবে ৪৮টি সিট এবং এসি বার্থে থাকবে ২৩টি সিট। ট্রেন দু’টি ব্রডগেজ লাইনে চলাচল শুরু হলে ওই রেলপথে এক ঘণ্টা সময় কম লাগবে এবং দু’টিতে ২০০ করে মোট ৪০০ আসন বাড়বে। বর্তমানে ট্রেন দু’টি মিটারগেজ লাইনে চলাচল করছে। বর্তমানে মিটারগেজ লাইনে গার্ডব্রেক, পাওয়ার কার, খাবারগাড়িসহ ১৩টি করে কোচ নিয়ে আন্তঃনগর একতা ও দ্রুতযান ট্রেন দু’টি দিনাজপুর-ঢাকা রুটে চলাচল করছে। প্রতিটি ট্রেনে আসন সংখ্যা ৬০৫। ট্রেন দু’টি ১০টি করে কোচ নিয়ে ২ সেপ্টেম্বর থেকে ব্রডগেজ লাইনে চলাচল করবে। কোচ কম হলেও যাত্রী পরিবহন হবে বেশি।



বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377075
০২ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:৫৯
নূর আল আমিন লিখেছেন :
377083
০২ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৭:৪২
হতভাগা লিখেছেন : এসবের মেইনটেইন করবে তো রেলওয়ের লোকেরাই যাদের কাজ কিভাবে শিডিউলে ঘাপলা লাগিয়ে ওভার টাইমের পয়সা বাগানো যায় আর বাসওয়ালাদের কাছ থেকে কৃতজ্ঞতা স্বরুপ শুভেচ্ছা লাভ করা যায় । রেলওয়ের পোলাপানদের বেতন নাকি ২৭ কোটি ছিল গত বছরে আর ওভারটাইমে পেয়েছিল ৫৬ কোটি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File