ডরমিটরির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে নারী শ্রমিকদের জীবনমান
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ আগস্ট, ২০১৬, ০৩:৪৪:২০ দুপুর
চালু হচ্ছে নারী পোশাক শ্রমিকদের জন্য বহু প্রতীক্ষিত ডরমিটরি। নির্মাণকাজ শুরুর দীর্ঘ সাড়ে চার বছর পর আগামী সেপ্টেম্বর মাসেই ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডরমিটরি ভবনটির বরাদ্দ মনোনীত কারখানাগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পাঁচটি ভবনের এই ডরমিটরি কমপ্লেক্সে একসঙ্গে দুই হাজার নারী শ্রমিক আবাসন সুবিধা পাচ্ছে। প্রয়োজনীয় সাজসজ্জা এবং আসবাব সংযোজন করে শ্রমিকদের বসবাস উপযোগী করে দেওয়া হচ্ছে। চট্টগ্রামের নারী শ্রমিকদের আবাসন সংকট নিরসনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং বিজিএমইএ যৌথভাবে এই ডরমিটরি প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। ৩৬ কাঠা জায়গাজুড়ে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২৪৪ কক্ষবিশিষ্ট পাঁচটি ছয়তলা ভবন নির্মাণ করা হয়েছে। এসব কক্ষের প্রতিটিতে আটজন করে মোট এক হাজার ৯৫২ জন শ্রমিক থাকতে পারবে। ডরমিটরির প্রতিটি ভবনের নিচতলায় রাখা হয়েছে বিশ্রাম কক্ষ, টেলিভিশন কক্ষ ও অতিথিদের অপেক্ষা করার কক্ষ। এটি নারী শ্রমিকদের জন্য নেওয়া বাংলাদেশে প্রথম আবাসন প্রকল্প। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নারী শ্রমিকের জীবনমান আনেক অংশে উন্নত হচ্ছে।
বিষয়: বিবিধ
৮২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন