সামরিকসহ বিভিন্ন সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ আগস্ট, ২০১৬, ০৩:৩৫:৪৬ দুপুর
নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ও সৌদি। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় সৌদি সরকার। এজন্য দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপরও তিনি গুরুত্ব আরোপ করা হয়। সৌদি আরবের পবিত্র দুটি মসজিদ রক্ষায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আমরা পবিত্র মক্কা নগরীর মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদে নববী রক্ষায় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। সৌদি আরব বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র। আর বাংলাদেশের জনগণের হৃদয়ে সৌদি আরব একটি বিশেষ স্থান দখল করে আছে। সরকার সৌদি আরবের অনুরোধে সাড়া দিয়ে সেখানকার প্রতিরক্ষা বিভাগের অবকাঠামো উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড, মাইন অপসারণ, মিলিটারি ব্যারাক নির্মাণ, বিমানঘাঁটি, বাঙ্কার প্রভৃতির নির্মাণকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। সৌদি তাদের সীমান্ত রক্ষার প্রসঙ্গ উত্থাপন করা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন বর্ডার গার্ড প্রশিক্ষণ একাডেমি রয়েছে, যেখানে সৌদি সীমান্তরক্ষীদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এছাড়াও সৌদি বিমানবাহিনীর উন্নয়নেও বাংলাদেশের কারিগরি সহযোগিতা প্রত্যাশা করা হয়। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ করে রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণে সেনাসদস্যদের দক্ষতা সৌদি আরব তাদের বিভিন্ন সড়ক ও অবকাঠামো নির্মাণের কাজে লাগাতে পারে। আমাদের দেশের সোনার ছেলেরা বিভিন্ন বিষয়ে পারদর্শী, যে কোন কাজে তাদের লাগানো যায়।
বিষয়: আন্তর্জাতিক
১০৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন