দেশের অর্থনৈতিক বিপ্লবে সম্ভাবনাময় জেলা বরিশাল

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ আগস্ট, ২০১৬, ০৬:২৭:১৮ সন্ধ্যা

অর্থনীতির অপূর্ব সম্ভাবনার দেশ বাংলাদেশ। বিনিয়োগকারীদের আকৃষ্ট করার সব উপাদান এ দেশে বিদ্যমান। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করে দীর্ঘ মেয়াদে সঠিক পরিকল্পনার পথ ধরে এগিয়ে যাচ্ছে দেশ। এই এগিয়ে যাওয়াকে আরও গতিশীল করতে সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলকে অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনৈতিক বিপ্লবের পথে শামিল করতে সম্ভাবনাময় বরিশাল জেলাতে স্থাপিত হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে গড়ে উঠবে আইসিটি পার্ক (হাইটেক পার্ক), বঙ্গবন্ধু নভোথিয়েটার ও অর্থনৈতিক অঞ্চল। বঙ্গবন্ধু নভোথিয়েটার স্থাপন করা হবে কীর্তনখোলা নদীর তীরে বরিশাল সদর উপজেলার চরআইচা এলাকায়। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসংলগ্ন স্থানে স্থাপিত হবে আইসিটি পার্ক। অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হবে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বড়াবাড়ি মৌজায়। আইসিটি পার্কে গড়ে উঠবে তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান, যারা শুধু দেশীয় নয়; বিদেশী বিভিন্ন আইটি কোম্পানির কাজও সম্পাদন করবে। আইসিটি পার্কের নাম দেয়া হবে ‘চন্দ্রদ্বীপ ক্লাউট চর’। এ প্রকল্প বাস্তবায়ন হলে ২৩ হাজার বেকার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবে। আইসিটি পার্কে কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, কমিউনিকেশন হার্ডওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার, আইটিভিত্তিক সেবা, ডিজাইন এ্যান্ড কনসালটেন্সি, বায়োইনফর্মেটিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হতে পারবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরির্বতন ঘটবে। এছাড়াও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি পদ্মা সেতুর কাজ। দেশের তৃতীয় গভীর পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রম শুরু হলেও লেবুখালী ব্রিজ নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। সকল স্থাপনার নির্মাণকাজ শেষ হলে বরিশালে উচ্চমাত্রায় অর্থনৈতিক গতি সঞ্চার হবে

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376802
২৫ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৪২
হতভাগা লিখেছেন : বাংলাদেশের প্রতিটা জেলা এখন সিঙ্গাপুরে রুপ নেবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File