উন্নত বিশ্বে দেশকে তুলে ধরতে প্রয়োজন নারীদের কা্রিগরী শিক্ষায় শিক্ষিত করা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ আগস্ট, ২০১৬, ০২:৫৯:১০ দুপুর



উপযোগী কর্মসংস্থানের মাধ্যমে কারিগরি শিক্ষা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের দেশকে বিশ্বে উন্নত দেশের তালিকায় তুলে ধরার জন্য দেশকে উন্নত করতে হবে। দেশকে উন্নত করার জন্য দেশের সকল নারী পুরুষ এক হয়ে কাজ করতে হবে। নারীদেরকে পুরুষের পাশাপাশি কাজ করতে হবে। এজন্য নারীকে বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী শিক্ষা প্রদান করা যেতে পারে। স্বল্পমেয়াদী শিক্ষার মধ্যে উল্লেখ্যযোগ্য। স্বল্পমেয়াদী কারিগরী শিক্ষার মধ্যে নারীদের জন্য রয়েছে সেলাই শিক্ষা, কম্পিউটার শিক্ষা, ইত্যাদি। স্বল্প পরিসীমার এই দেশে অধিক জনগোষ্ঠী নিয়ে দেশকে উন্নত করতে দক্ষ জনশক্তি দরকার। শুধু পুরুষ নয় নারীরাই পারে এই দক্ষ জনশক্তি বৃদ্ধি করতে। এজন্য নারীদেরকে সুযোগ করে দিতে হবে। ফলে সরকার নারী ক্ষমতায়নে কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকার কারিগরি শিক্ষায় নারীদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সম্প্রতি কারিগরি শিক্ষায় ছাত্র ব্যাপক বৃদ্ধি পেলেও ছাত্রী সংখ্যা সে হারে বৃদ্ধি পায়নি। কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি পেলে নারীর আত্মনির্ভরশীলতা বাড়বে। গত সাড়ে সাত বছরে কারিগরি শিক্ষায় ভর্তির হার শতকরা ১ ভাগ থেকে ১৪ ভাগে উন্নীতহয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২০ সাল নাগাদ ২০ ভাগ এবং ২০৩০ সাল নাগাদ ৩০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষার আওতায় চলে আসবে। কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে পূর্বে ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করা হতো যা পরে ২০ শতাংশে বৃদ্ধি করা হয়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ফলে বর্তমানে এসব প্রতিষ্ঠানে ছাত্রীর সংখ্যা নির্ধারিত ২০ ভাগ কোটা অতিক্রম করেছে। সরকার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরে ইতোমধ্যে ৪ টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তুলেছে। এ ধরণের আরো ৪ টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।বর্তমান সরকার উপলদ্ধি করতে পেরেছেন যে নারী শিক্ষা ছাড়া নারী ক্ষমতায়ন ও দেশে উন্নয়ন সম্ভব নয়। দেশকে এগিয়ে নেওয়ার জন্য নারীদের উপযুক্ত শিক্ষা হল কারীগরী শিক্ষা। এজন্য সরকার যে সকল কার্যকম গ্রহন করেছে তা সত্যি প্রশংসনীয়। আমাদের সকলে এ লক্ষ্য বাস্তবাওয়নের জন্য সরকারকে সহায়তা করতে হবে ও একত্রিত হয়ে কাজ করতে হবে।



বিষয়: বিবিধ

৮৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376719
২৪ আগস্ট ২০১৬ সকাল ০৮:৫১
হতভাগা লিখেছেন : এসব কারিগরি শিক্ষা দিয়ে কি হবে ? ঠিকই তো বাচ্চার বাহানা দিয়ে পুরুষ সহকর্মীর উপর কাজ চাপিয়ে অফিস থেকে আগে ভাগে বের হয়ে যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File