পদ্মাসেতু প্রকল্পের ৩৮ শতাংশ কাজ শেষ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ আগস্ট, ২০১৬, ০৩:৫১:০৮ দুপুর

যে দেশ অবকাঠামোগত দিক থেকে যত বেশি আধুনিক ও উন্নত, সে দেশ আন্তর্জাতিক অঙ্গনে ঠিক ততটাই এগিয়ে রয়েছে। অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে একটি দেশ ক্রমাগত অপর একটি দেশকে ছাড়িয়ে যাচ্ছে। এদিক থেকে উন্নত দেশগুলোর থেকে বেশ পিছিয়ে থাকলেও, বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থানে নিয়ে এসেছে। এ পর্যন্ত বাংলাদেশের অবকাঠামোগত প্রকল্পের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পদ্মা বহুমুখী সেতু নির্মান। খুব শিগগিরই সেতুর মূল অবকাঠামো নির্মাণে বাস্তব রুপ নিতে যাচ্ছে। দেশের সর্ববৃহৎ এ সেতুর মূল অবকাঠামোগত নির্মাণ প্রস্তুতি এখন চলছে জোরেশোরে। এরই মধ্যে সেতুর মূল অবকাঠামো নির্মাণের প্রথম স্প্যান মাওয়া এলাকায় এসে পৌঁছেছে। লোহা বা স্টিলের তৈরি এই স্প্যানের ল্যাব টেস্টসহ অন্যান্য টেস্ট এখানে সম্পন্ন করার পর আগামী ডিসেম্বরে পিলারের উপর স্প্যান স্থাপনের কাজ শুরু হবে। তবে এখন চলমান রয়েছে সুপারস্ট্রাকচার স্থাপনের আগের কাজগুলো। মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সুপারস্ট্রাকচারে মোট ৪১টি স্প্যান থাকবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হবে ১৫০ মিটার এবং আনুমানিক ওজন ২ হাজার ৯০০ টন। সবমিলিয়ে পদ্মাসেতু প্রকল্পের সার্বিক বাস্তবায়ন কাজ শেষ হয়েছে ৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট ২৭টি পাইলের কাজ শেষ হয়েছে। আসবে। এসব স্প্যানগুলো পিলারের উপর স্থাপন শুরুর মধ্য দিয়েই দৃশ্যমান হতে শুরু করবে পদ্মা সেতু।

বিষয়: বিবিধ

৮২১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376727
২৪ আগস্ট ২০১৬ সকাল ০৯:৩৮
হতভাগা লিখেছেন : ৩৮% কাজ যে সম্পন্ন হয়েছে সেটার ছবি দেন , জেনুইন ছবি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File