যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে রাজধানীর কূটনৈতিক এলাকায় বিশেষ বাস সার্ভিস চালু

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ আগস্ট, ২০১৬, ০৪:১৭:৩১ বিকাল



রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস ‘ঢাকা চাকা’ চালু হয়েছে। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে চালু করা হয়েছে সেবাটি। একই সঙ্গে ওই এলাকায় নির্ধারিত রঙের রেজিস্ট্রেশনকৃত ও নির্ধারিত ভাড়ায় রিকশা সার্ভিস চালু হচ্ছে। শীতাতপ বাস সার্ভিসের ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে দুটি রুটে ১০টি এসি বাস ও ৫০০টি রিকশা নামানো হবে। গুলশানে জঙ্গি হামলার পর এ এলাকা দিয়ে চলাচলকারী সব রুটের গণপরিবহন বন্ধ করে দেয় প্রশাসন। সীমিত করা হয় রিকশা চলাচলও। এতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রাথমিক পর্যায়ে বাসের দুটি রুট ঠিক করা হয়েছে। প্রথমটি গুলশান পুলিশ প্লাজা কনকর্ড থেকে গুলশান ১ ও দুই নম্বর গোলচত্বর হয়ে বনানী পর্যন্ত। দ্বিতীয় রুট গুলশান নতুনবাজার থেকে শুরু হয়ে ২ নম্বর গোলচত্বর হয়ে বনানী পর্যন্ত। প্রতি ১০ মিনিট অন্তর এসি বাস চলবে এই দুটি রুটে। এ এলাকার চারটি সোসাইটির এলাকাতেও এখন থেকে চলবে দুই ধরনের নতুন রিকশা। প্রাথমিকভাবে গুলশানে ২০০, বনানীতে ২০০ এবং বারিধারা ও নিকেতনে ৫০টি করে রিকশা নামানো হচ্ছে। এসব রিকশা চলাচলের বিষয়ে বেশ কিছু নিয়মও ঠিক করে দেওয়া হয়েছে। মনিটরিংয়ের অভাবে সাধারণ মানুষকে যেন ঝামেলায় পড়তে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হবে। নিরাপত্তার সঙ্গে যাতায়াতের একটি সম্পর্ক রয়েছে। নতুন পরিবহন ব্যবস্থা কূটনৈতিক এলাকায় বসবাসকারীদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি যানজট নিরসন ও নগরবাসীর চলাচল স্বাচ্ছন্দ্যময় করবে।



বিষয়: বিবিধ

৬৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376124
১১ আগস্ট ২০১৬ সকাল ১০:২৪
হতভাগা লিখেছেন : শয়তানী বুদ্ধি বাদ দিয়ে ভাল মন লাগিয়ে যানজট নিরসনে কাজ করলে এক্সিস্টিং পরিবহনেই ৩০/৪০ মিনিটে ঢাকার এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া যাবে সহজেই ।

ধান্ধা করতে ইচ্ছে করে যানজট বাঁধিয়ে রাখলে রকেট / প্লেন / চপার এনেও কাজ হবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File