বাহরাইনে জনশক্তি রপ্তানিতে চতুর্থ বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ আগস্ট, ২০১৬, ০৩:২৩:০২ দুপুর
বাহরাইনে জনশক্তি রপ্তানিতে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ হঠাৎ করেই তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। মধ্যপ্রাচ্যের এই দেশে ইতিপূর্বে বাংলাদেশ থেকে এত বেশি জনশক্তি রপ্তানি হয়নি। ২০১৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট জনশক্তির প্রায় সাড়ে আট শতাংশ গেছে বাহরাইনে, যা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার চেয়েও বেশি। এই সময়ে কর্মী যাওয়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব, দ্বিতীয় স্থানে কাতার এবং প্রথম স্থানে বরাবরের মতোই ওমান শক্তিশালী অবস্থানে রয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাবে ২০০৯ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী গিয়েছিল বাহরাইনে, যার সংখ্যা ২৮ হাজার ৪২৬ জন। কিন্তু চলতি বছরের সাত মাসেই মোট কর্মী গেছে ৩৫ হাজার ৭৫৭ জন। বাহরাইনে বেতন ও কাজের পরিবেশ ভালো থাকায় প্রচুর লোক চাকরি নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বাহরাইনে দীর্ঘদিন ধরে থাকার পর বিভিন্ন কারণে ৪৩ হাজার বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছিল। কিন্তু বাংলাদেশ সরকারের জোর প্রচেষ্টায় ৩৮ হাজার বাংলাদেশি সেখানে পুনরায় বৈধতা পেয়ে কাজ করছে। কর্মীদের সুনাম এই ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করেছে। বাহরাইনের কাজের পরিবেশ সুযোগ-সুবিধা ইউরোপের দেশগুলোর মতো। আর সাংস্কৃতিক রীতি বাংলাদেশের মতো বলেই কর্মীরা সেখানে বেশ আরামে থাকেন। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে গেছে রেকর্ডসংখ্যক ৩৫ হাজার ৭৫৭ জন। এর আগে এক বছরে এত কর্মী যাওয়ার রেকর্ড নেই। সরকারি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত জুলাই মাসে ১৩ হাজার ৮১০ জন কর্মী রপ্তানিতে শীর্ষে ছিল ওমান, আর আট হাজার ২৭১ কর্মী রপ্তানি করে কাতার ও সৌদি আরবকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে বাহরাইন জনশক্তি রপ্তানিতে। ২০১৬ বছরের শুরু থেকে কাতার কর্মী রপ্তানিতে দ্বিতীয় এবং সৌদি আরব তৃতীয় স্থানে অবস্থান করছিল বাংলাদেশ। আর সে সময় বাহরাইনে অবস্থান ছিল সপ্তম। জুলাইয়ে আট দিন সরকারি ছুটি থাকার পরও বাহরাইনে রেকর্ডসংখ্যক কর্মী গিয়ে চমক সৃষ্টি করল।
বিষয়: বিবিধ
৬৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন