জলপথে বিশেষ যাত্রী পরিবহণ পরিসেবা চালু
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ আগস্ট, ২০১৬, ০৩:৪৩:০৭ দুপুর
আর কিছুদিনের মধ্যেই চালু হচ্ছে কলকাতা-ঢাকা লাক্সারি ক্রুজ সার্ভিস। বর্তমানে পর্যটকরা কলকাতা থেকে ঢাকা যেতে বাস, রেল বা বিমানে যাতায়াত করে থাকেন। বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জেরে সীমান্ত পেরিয়ে মালবাহী জাহাজ চলাচল করে। কিন্তু অদূর ভবিষ্যতে জলপথে বিশেষ এই যাত্রী পরিবহণ পরিসেবা চালু করার জন্য চুক্তি সম্পাদনের পথে ভারত ও বাংলাদেশ সরকার। আশা করা হচ্ছে চলতি বছরের শেষ থেকেই এই পরিসেবা চালু হবে। ভারতের অভ্যন্তরীণ জলপথ পরিবহন নিগম এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ জলপথ পরিবহণ করর্পোরেশন কাজটা দেখাশোনা করবে। পর্যটকদের প্রথমে নদীয়ার তাঁতশিল্পীদের কাজ দেখাতে নিয়ে যাওয়া হবে। পথে যেতে পড়বে দক্ষিণেশ্বর মন্দির, চন্দননগরের মত দ্রষ্টব্য স্থান। শান্তিপুর থেকে ঘুরিয়ে পর্যটন জাহাজ সুন্দরবনের ভারতীয় অংশের উদ্দেশে যাত্রা করবে। এরপর হেমনগর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন পর্যটকরা। সেখান থেকে জাহাজ পৌঁছাবে বাংলাদেশের সুন্দরবনের মংলায়। পর্যটকদের নিয়ে যাওয়া হবে সোনারগাঁও ও চাঁদপুরের প্রাচীন মৎস্যবন্দর আটঘর খুরিয়ানাতে। আর সেখানেই পর্যটকরা পাবেন সেরা মানের ইলিশের স্বাদ গ্রহণের সুবিধা। উল্লেখ্য, জলপথে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে ১৪ দিন। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই দেশের মৈত্রী বন্ধন যে আরও দৃঢ় হবে সেটা আশা করা যায়।
বিষয়: বিবিধ
৮১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন