নিজেদের সক্ষমতা ও উল্লেখযোগ্যতা তুলে ধরতে বাংলাদেশের এক নতুন সম্ভাবনা বিপিও সেক্টর
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ জুলাই, ২০১৬, ০৩:০৫:০৮ দুপুর
বাংলাদেশের নতুন সম্ভাবনার নাম বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বা বিপিও। ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনীতিতে শুধু বিপিও খাতের কার্যকর প্রতিফলনের মাধ্যমে বিশ্বের অনেক দেশ অর্থনীতিতে বিপুল উন্নতি সাধন করেছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার অনেক দেশ এই খাতের উন্নয়নের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশে পরিণত হয়েছে। ফিলিপাইন ও ভারত এর উজ্জ্বল উদাহরণ। বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশের বিপিও ব্যবসার প্রবৃদ্ধি বছরে ১০০ শতাংশের বেশি, যার বর্তমান বাজারমূল্য ১৩০ মিলিয়ন ডলারের কিছু বেশি। বলা বাহুল্য যে, ৪ কোটি শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার জন্য সরকার আইসিটি বিষয়কে ‘ষষ্ঠ থেকে দ্বাদশ’ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করেছে। এছাড়াও হাইটেক পার্ক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ৩ হাজার শিক্ষার্থীকে ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নিজেদের সক্ষমতা ও উল্লেখযোগ্যতা তুলে ধরতে বিপিও সেক্টর বাংলাদেশের নতুন সম্ভাবনা। নতুনরা গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন