প্রসঙ্গ রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ জুলাই, ২০১৬, ০৩:২২:১২ দুপুর
রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র অনেক সেফটি এবং রাশিয়া তার চুক্তিবদ্ধ সকল দায়িত্ব পালন করবে। এখানে ৫০ বছরের বিদ্যুৎ উৎপাদনের কথা চিন্তা করলে এর উৎপাদন খরচ খুবই কম হবে। বর্তমান বিদ্যুৎ সমস্যা নাই কিন্তু আগামী বছর বা তার পরের বছর তো হতে পারে, তাই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই দরকার আছে। Capasity Build up করে ধীরে ধীরে এগুলো আমরা ডিভেলপ করতে পারব। কোন সমস্যা হবে না। এই বিপুল পরিমান অর্থ দিয়ে আমরা অন্য কিছু চিন্তা করতে পারতাম এবং এই রকম প্রকল্প আমি দেখি নাই যে ৫ বছরে সম্পন্ন হয়েছে। কমপক্ষে ৭ বা তার বেশি বছর সময় লাগবে। আমাদের বাংলাদেশীরা কানাডাতে Very Very well experience in nuclear. সঠিক ট্রেনিং পেলে আমাদের দক্ষ লোকের অভাব হবে না। এটা সবচাইতে বড় প্রকল্প। এটা বিতর্কিত হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই। সংসদেও নাই। সুধী সমাজেও নাই, সব কিছু যেন হাঁস-হাঁস, রাস-রাস। এই প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের বৈদেশিক ঋন ৫০ শতাংশ বেড়ে যাবে। জার্মান ২০২০ সালে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিবে আর আমরা সেখানে প্রবেশ করছি। এই বিতর্কিত জিনিস নিয়ে যাওয়া কি জাতির জন্য ভাল, এটা চিন্তার বিষয়। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছর এক তৃতীয়াংশ নিউক্লিয়ার বর্জ্য নির্গত হবে যা রাশিয়া নিয়ে যাওয়ার কথা। যদি কোন কারণে বর্জ্য না নিয়ে যায় বা পাঠানো সম্ভব না হয় তাহলে আমাদের নিজস্ব ব্যবস্থায় প্রস্তুতি নেয়া উচিত। উল্লেখ্য সাভারে একটি পারমানবিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট রয়েছে যা পর্যাপ্ত নয়।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোরাই আওয়ামীলীগের কর্ণধার। তোরাই পারবি দেশরে পুরা গোলাম বানাইতি।
মন্তব্য করতে লগইন করুন