২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি আয় ৫৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ জুলাই, ২০১৬, ০৩:৩৮:৫০ দুপুর
সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই সময়ে আয় হয়েছে ৫৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ১৮ শতাংশ বেশি। একইসঙ্গে এর আগের অর্থবছরের তুলনায় কৃষিপণ্য রপ্তানি আয় ১ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ৫৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা সদ্য সমাপ্ত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দমশকি ১৮ শতাংশ বেশি। একই সঙ্গে ২০১৪-১৫ অর্থবছরে তুলনায় এই খাতের রপ্তানি আয় ১ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে চা রপ্তানিতে আয় হয়েছে ১৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৫০ শতাংশ কম। ২০১৪-১৫ অর্থবছরে সময়ের তুলনায় এই খাতের রপ্তানি আয় ৩০ দশমিক ৪২ শতাংশ কমেছে। ২০১৪-১৫ অর্থবছরে চা রপ্তানিতে আয় হয়েছিল ২৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সদ্য সমাপ্ত অর্থবছরের সবজি রপ্তানিতে আয় হয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা এই লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। একইসঙ্গে আগের অর্থবছরের তুলনায় এ খাতের রপ্তানি আয় ১ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ফুলকপি ও বাঁধাকপি রপ্তানিতে আয় হয়েছে ৪৭ লাখ ৩০ হাজার মার্কি ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৭ দশমিক ০০ শতাংশ এবং ২০১৪-১৫ অর্থবছরের সময়ের তুলনায় ৫৮ দশমিক ৩৬ শতাংশ কম। পন্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা ছাড়ালেও কিছু কিছু পন্যের ক্ষেত্রে আয় কমেছে। এসব পন্যের দিকে সুনজর দিলে ভবিষ্যতে রপ্তানি আয় আরও বাড়বে বলে আশা করা যায়।
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন