মাশরাফির বিশ্বাস, এবারও ইংল্যান্ড আসবে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ জুলাই, ২০১৬, ০৩:৪১:৫০ দুপুর
বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক আসর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। কিন্তু হলি আর্টিজান ও শোলাকিয়ার জঙ্গি হামলা কিছুটা হলেও কালো মেঘ জমিয়েছে সেটির আকাশে। মাশরাফির অবশ্য বিশ্বাস, ইংল্যান্ড দল শেষ পর্যন্ত আসবে। ক্রিকেটের চেতনা সমুন্নত রাখতেই তাদের বাংলাদেশ সফর করা উচিত, আশা করি ইংল্যান্ডের সফরটা হবে।নিরাপত্তার শঙ্কা এ বছরের শুরুতে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়ও ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া সে কারণে দল না পাঠালেও ইংল্যান্ডের যুবদল ঠিকই খেলে গেছে বাংলাদেশে। এবারও ইংল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে।ক্রিকেট বাংলাদেশে এক উন্মাদনার নাম। এ দেশের মানুষের আবেগ ও ভালোবাসা খেলাটির বড় শক্তি। ইংল্যান্ডকে সেটাও মনে করিয়ে দিতে চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক, বাংলাদেশে সব বয়সের মানুষই ক্রিকেট নিয়ে চিন্তা করে, ক্রিকেটকে ভালোবাসে। তারা শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নয়, সব দেশের ক্রিকেটারদেরই সম্মান করে।বাংলাদেশের মানুষ সব দলের খেলা দেখে। ইংল্যান্ড দলকে ও ইংল্যান্ড দলের খেলোয়ারদেরকেও বাংলাদেশের মানুষ অনেক সাপট করে । অন্যান্য দলকে যেমন নিরাপত্তা দেওয়া হয় সেটা ইংল্যান্ডও পাবে। এখানে সবাই ক্রিকেট পছন্দ করে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।
বিষয়: বিবিধ
৬৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন