দেশী ও বিদেশি পরশ্রীকাতর ইতরের ঈর্ষার অনলে লাইনচ্যুত হবেনা বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ জুলাই, ২০১৬, ০৪:২৬:৩৭ বিকাল



কেউ ধ্বংসে আনন্দ খুঁজে, কেউ বা গড়ার ব্রত নেয়। দুই ধারার এই অসৎ ও সৎ মানুষের অবস্থান থাকে একই সমাজে। তবে পৃথিবীতে সেই মানুষের সংখ্যাই বেশি যিনি 'ধ্বংস নয় নির্মাণ' এই নীতির চর্চাই করেন। তাই পৃথিবী আজো বাসযোগ্য। আমরা নিয়ম করে বিছানা ছাড়ি, প্রাত্যহিক কাজ-কর্ম করি, দিনমানে বাড়ি ফিরে প্রিয় শয্যায় এলিয়ে দিই ক্লান্ত শরীর, শুরু হয় নতুন আরেকটি সকাল। কত কান্ডই না চলছে পৃথিবীর রঙ্গমঞ্চে। এত দ্রুত সব ঘটনা ঘটে চলেছে যে একটি ঘটনা শেষ হবার আগেই অন্যটি হাজির। যেন সেরা নাট্যকারের লেখা নিখুঁত দৃশ্যপট। গুটিকয়েক সন্ত্রাসী, জঙ্গি আর জানোয়ারের জন্য জন্য আপাত অশান্ত পৃথিবীর বড় বড় শহর, বন্দর, নগর। শান্তিপ্রিয় মানুষের কপালে চিন্তার রেখা। প্রাত্যহিক সকল কাজের মধ্যেও কোথায় যেন অস্বস্তির একটি কাটা খচখচ করে বিধছে। প্রকৃতপক্ষেই ঘুম-নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি করেছে এই জঙ্গিবাদ। শুধু রাষ্ট্রনেতাই নন, খেটে খাওয়া মানুষও হামলার বাইরে নয়। জঙ্গিদের প্রাথমিক কাজই হলো আতঙ্ক সৃষ্টি করা। এরা শুরুতেই মূল টার্গেটে হানা দেয়না। দীর্ঘ সময় মহড়া দিবে, রেকী করবে এবং মূল টার্গেটের জন্য অপেক্ষা করবে। সাধারন জনগণ এদের নিষ্ঠুরতার বলী হয়। কিছু দেশী ও বিদেশি পরশ্রীকাতর ইতরের ঈর্ষার অনলে পুড়তে বসেছে বাংলাদেশের কপাল। তবে লাইনচ্যুত হবে না বাংলাদেশ। 

বিষয়: বিবিধ

৮৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374983
২০ জুলাই ২০১৬ রাত ০৪:২৯
রক্তলাল লিখেছেন : আওয়ামীরা আর জঙ্গিরা সমান কথা। তুই কোথাকার কোন মুলা।

দুরে যা ভারতের দালাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File