অনাবিল আনন্দ পাবার সুযোগ রয়েছে কাপ্তাই লেকে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ জুলাই, ২০১৬, ০৮:০৫:৫০ রাত



ঈদের লম্বা ছুটি শেষ হয়েছে এক সপ্তাহ আগে। টানা ৯ দিন ছুটির পর গত ১০ জুলাই থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথানিয়মে কাজকর্ম শুরু হয়েছে। এতদিন পর এখন আর ঈদের আমেজ থাকার কথা নয়। কিন্তু কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোতে গেলে সেটা মনে হয় না। গতকাল শুক্রবারও কাপ্তাইয়ের প্রতিটি বিনোদন কেন্দ্রে ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়। কাপ্তাইয়ে অবস্থিত নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস পিকনিক স্পট, সেনাবাহিনীর ৫ আরই পরিচালিত লেকশোর সেনা রিজোর্ট, ১৯ বিজিবি পরিচালিত জুম রেস্তোরাঁ, বন বিভাগ পরিচালিত ন্যাশন্যাল পার্ক, বেসরকারি বিনোদন কেন্দ্র বনশ্রী, সেনাবাহিনীর ১০ বেঙ্গল পরিচালিত রিভারভিউ ক্যাফে এন্ড পিকনিক স্পট- সবগুলো বিনোদন কেন্দ্রই ছিল নারী-পুরুষ, শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত। বিনোদন কেন্দ্রগুলো কাপ্তাই লেক ঘেঁষে নির্মিত হয়েছে। মানুষ ভ্রমণ করতে এসে সবুজ পাহাড়, বন-বনানী, সমতল ভূমির পাশাপাশি পানির ছোঁয়া পেতে চায়। কাপ্তাইয়ের সবগুলো বিনোদন কেন্দ্র কাপ্তাই লেক অথবা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বিনোদন কেন্দ্র থেকে সবুজ বনরাজি, লেকের স্বচ্ছ পানি, পাহাড় আর বিশাল নীল আকাশ দেখা যায়। এসবের আকর্ষণে মানুষ ভ্রমণ ও বিনোদনের জন্য কাপ্তাইকে বেছে নেয়। শুধু ঈদ নয়, বছরের যে কোনো সময় কাপ্তাই ভ্রমণে এসে অনাবিল আনন্দ পাবার সুযোগ রয়েছে।

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374769
১৬ জুলাই ২০১৬ রাত ০৯:০১
কুয়েত থেকে লিখেছেন : মানুষ ভ্রমণ করতে এসে সবুজ পাহাড়, বন-বনানী, সমতল ভূমির পাশাপাশি পানির ছোঁয়া পেতে চায় অনেক ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File