ঈদ আনন্দ- প্রত্যেকের চোখে-মুখে ছিল নির্মল আনন্দ উপভোগের তৃপ্তি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ জুলাই, ২০১৬, ০৩:৩৪:০৬ দুপুর



ঐতিহ্যগতভাবেই আমাদের দেশের মানুষ উৎসব ও ফুর্তিপ্রিয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো উৎসবে তারা অংশগ্রহণ করে। আনন্দে মেতে ওঠে। উৎসবকে সার্বজনীন রূপ দেয়। যেখানে ধনী-দরিদ্র সকলেরই সমান অংশগ্রহণ থাকে। এটাই বাংলাদেশের মানুষের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য। যে কোনো বিপদে-আপদে সমব্যথী হয়ে তারা একে অপরের পাশে দাঁড়ায়। বিশ্বের আর কোথাও নাগরিকদের মধ্যে এমন নিবিড় ও আত্মিক টান দেখা যায় না। তারই সুত্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ঈদ উৎসব। রাজধানীর পার্ক, আধুনিক বিনোদন কেন্দ্রসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষের ছিল উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটিতে মানুষ অনাবিল আনন্দে ভেসেছে। পর্যটন কেন্দ্রগুলোর কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। ঈদের ৯ দিনের দীর্ঘ ছুটিতে অসংখ্য মানুষ পরিবার নিয়ে পর্যটন শহর কক্সবাজারসহ অন্যান্য পর্যটন কেন্দ্রে ভিড় করেন। পর্যটকদের এই বিপুল উপস্থিতিতে হোটেল-মোটেল কর্তৃপক্ষের ব্যবসাও বেশ ভালো হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারে মানুষের এই আনন্দ ও উচ্ছ্বাসের চিত্র তুলে ধরা হয়। প্রত্যেকের চোখে-মুখে ছিল নির্মল আনন্দ উপভোগের তৃপ্তি।

বিষয়: বিবিধ

৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File