সাইবার নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ জুলাই, ২০১৬, ০৩:৫৩:০০ দুপুর



সাইবার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সংস্থা গঠন করতে যাচ্ছে সরকার। সরকারের পাশাপাশি দেশে সাইবার নিরাপত্তা দিতে এগিয়ে এসেছে বাগসবিডি। দেশী-বিদেশী একশ’ জনের বেশি সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের তত্ত্বাবধানে দেশের সরকারী-বেসরকারী সব ধরনের সাইটের সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি। দেশে সাইবার নিরাপত্তা নিয়ে এই প্রথম কোন বেসরকারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এই প্রতিষ্ঠানটি সাইবার নিরাপত্তা ও সাইবার হামলা থেকে সরকারী বিভিন্ন সাইটকে রক্ষা করবে। এর বাইরে নাগরিকদেরও সাইবার নিরাপত্তা দেবে। দেশে সরকারী হিসাবমতে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি। গ্রাহকদের চাহিদার দিক বিবেচনা করে দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই অনলাইনে লেনদেন করার ব্যবস্থাও চালু করার চেষ্টা করছে। সাইবার হামলায় যেকোন প্রতিষ্ঠানের বড় অঙ্কের লোকসান হওয়ার আশঙ্কা থাকে বলেই অনেক বিনিয়োগকারী প্রযুক্তি খাতে বিনিয়োগে ভয় পাচ্ছেন। সাইবার নিরাপত্তা সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান, দক্ষ জনশক্তির অভাব এবং নিরাপত্তা সচেতনতার অভাব রয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠানই ভবিষ্যতে সাইবার হামলার শিকার হতে পারে। সমস্যা মোকাবিলায় সরকারের পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার পরেও ‘সাইবার হামলা’ ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে একটি বড় হুমকি হিসাবে আবির্ভূত হতে পারে। সাইবার অপরাধীরা সহজেই যেকোন প্রতিষ্ঠানের অর্থনৈতিক উপাত্ত, অভ্যন্তরীণ তথ্য হাতিয়ে নিতে পারে। এমনকি সরকারী প্রয়োজনীয় তথ্য এবং নথি চুরি করে প্রকাশ করে দিতে পারে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দেশের সাইবার নিরাপত্তাকে আরেক ধাপ এগিয়ে নিতে এই পদক্ষেপ অবশ্যই প্রসংশার দাবি রাখে।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File