ধিক্কার জানানোর ভাষা নেই
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ জুলাই, ২০১৬, ০৪:৫০:০২ বিকাল
বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। হাজার বছর ধরে এদেশে শান্তির সুবাতাস বয়ে চলছে। এ দেশে শান্তিপ্রিয় বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকতে চায়। এছাড়া কোন ধর্ম সন্ত্রাসী কর্মকান্ড সমর্থন করে না। প্রত্যেক ধর্মেই শান্তির বাণী বহমান রয়েছে। বাংলাদেশের মতো শান্তিপ্রিয় এ দেশে এমন নারকীয় হত্যাকান্ড কখনও যেন না হয় সেজন্য সরকারক আরও বেশি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে নিজ নিজ আত্মীয়স্বজন এমনকি পরিবারের সদস্যরা এমন ঘৃণিত কাজে যেন জড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। উগ্র-মৌলবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। গুলশানের আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলা, পুরোহিত হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক হামলার ঘটনায় সন্ত্রাসী ও জঙ্গীদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। যে কোন মূল্যে মৌলবাদীদের প্রতিহত করা হচ্ছে। এজন্য জাতীয় ঐক্যে গড়ে তুলতে হবে। গুলশানের রেস্তরাঁয় জঙ্গী হামলার ঘটনায় সারাদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারেও নিন্দা জানানো হচ্ছে। দ্রুত অপরাধী ও ঘটনার মদদদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এটা এখন মানুষের প্রানের দাবি। দুষ্কৃতকারী কর্তৃক সংঘটিত প্রাণবিনাশী ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন