প্রধানমন্ত্রীর আহ্বানে ১০টি বাস পেল ১০ শিক্ষা প্রতিষ্ঠান

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ জুন, ২০১৬, ০৩:৩০:৫২ দুপুর



শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ১০টি বাস হস্তান্তর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো―রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, সাভার ক্যান্টনমেন্টে প্রয়াস বিশেষায়িত স্কুল, নেত্রকোনা সরকারি কলেজ, রাঙামাটি সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা, কুড়িগ্রাম সরকারি কলেজ, যশোর সরকারি এমএম কলেজ এবং কক্সবাজার সরকারি কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বাস দান করার জন্য ধনী ব্যক্তিদের প্রতি সম্প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইফাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড এবং ভারতের অশোক লেল্যান্ড কোম্পানি এই বাসগুলো দান করেছে। সরকারের ডাকে সাড়া দেওয়ায় ইফাদ অটোস লিমিটেড এবং অশোক লেল্যান্ড কোম্পানি সত্যিই বাংলাদেশ আজ ধন্য। দেশের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি যদি ধনী ব্যক্তিরা এগিয়ে আসে তাহলে বাংলাদেশকে কেউ আর থামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373187
২৬ জুন ২০১৬ দুপুর ০৩:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File