আইটি এক্সপার্টদের জন্য নতুন চমক

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ জুন, ২০১৬, ০৪:৩৫:৩৮ বিকাল



২০২০ সালের মধ্যে জাপানে ৬০ হাজার আইটি পেশাজীবী প্রয়োজন। তবে দেশটির জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স ৫০ এর বেশি। আর তাই আইটি পেশাজীবীদের চাহিদা মেটাতে বাংলাদেশের সাথে মিলে আইটিইই চালু করা হয়েছে। এর মাধ্যমে জাপানে বাংলাদেশের আইটি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আইটি বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের মান একরকম নয়। আইটিইই পরীক্ষা আইটি গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রাপ্তির পথ সুগম করে দেবে। আইসিটি বিভাগ ২০১৪ সালের সেপ্টেম্বরে দেশের আইটি গ্র্যাজুয়েটদের দেশে বসেই সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক আইটি সার্টিফিকেশন অর্জনের এ সুযোগ চালু করে। এ সার্টিফিকেশন পরীক্ষা পরিচালনা করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। প্রতি বছর দুইবার এপ্রিল ও অক্টোবরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সার্টিফিকেশন জাপানসহ এশিয়ার ১৩টি দেশে স্বীকৃত। ২০০৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রাক্কালে ঘোষণা করা হয় ‘রূপকল্প ২০২১’, যার মূল উপজীব্য ছিল ডিজিটাল বাংলাদেশ। ‘ডিজিটাল বাংলাদেশ’ তারুণ্যের মেধা ও শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর এক অনবদ্য ও প্রেরণাদায়ী কর্মসূচি ‘ডিজিটাল বাংলাদেশ’। ২০০৯ সালের জানুয়ারি থেকে এর বাস্তবায়ন শুরু হয়।



বিষয়: বিবিধ

৮২০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373064
২৫ জুন ২০১৬ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : পুলকভায়া এক হিজাবী আপুকে আইটি এক্সপার্টের সনদ দিচ্ছেন !!??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File