ভাড়া নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ জুন, ২০১৬, ০৩:২৭:৩৭ দুপুর
ঈদুল ফিতর ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। দেশে এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, তার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহনে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ‘ঈদ আসলেই পরিবহন মালিকরা ভাড়া বাড়িয়ে দেন। কিছু দিন আগে জ্বালানি তেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয় করা হয়েছে। কাজেই কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এই উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়সহ অনিয়ম-অপকর্ম ঠেকাতে ঈদের সময় টার্মিনালগুলোতে মনিটরিং টিম কাজ করানোর সকল পদক্ষেপ নিচ্ছেন সরকার। রাজধানী থেকে বের হওয়ার ১৬টি পয়েন্টে এমনিটরিং টিম কাজ করবে। সব মিলিয়ে এবারের পবিত্র মাহে রমজানে মানুষ যেমন স্বাচ্ছ্যন্ধে রোজা রাখছেন তেমনিভাবে স্বাচ্ছ্যন্ধে যাতায়াত করতে পারবে তার সকল ব্যবস্থা নিচ্ছে সরকার।
বিষয়: বিবিধ
৬৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতে ভাড়া আরও বেড়ে যাবে । আর তা যাবে প্যাসেন্জারের পকেট থেকেই ।
মন্তব্য করতে লগইন করুন