দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট অন্বেষা বি-৩
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ জুন, ২০১৬, ০৩:৫৫:৪৯ দুপুর
মহাকাশ গবেষণায় উন্নত দেশগুলো থেকে বাংলাদেশ খুব একটা পিছিয়ে আছে বললে ভুল বলা হবে। কারণ ২০১৭ সালের মে মাসে মহাকাশে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট অন্বেষা বি-৩ উৎক্ষেপণ করা হবে। আর এ লক্ষ্যে বুধবার জাপানের কিউসু ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি) এবং বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট প্রকল্পের চুক্তি স্বাক্ষর করা হয়েছে।আগামী বছর মে মাসে এটা মহাকাশে উৎক্ষেপণ করা যাবে। বার্ডস নামক প্রজেক্টের মাধ্যমে এ ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে। এজন্য এর নাম দেওয়া হয়েছে অন্বেষা বি-৩ (৩ বি-বাংলাদেশ, ব্র্যাক ও বার্ডস প্রজেক্ট)। যুক্তরাষ্ট্র, চীন বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও প্রযুক্তির অগ্রগতি সম্ভব। ন্যানো স্যাটেলাইটে বাংলাদেশও হবে একটি উজ্জ্বল নাম। বাংলাদেশের জন্য ন্যানো-স্যাটেলাইট খুবই লাভজনক হচ্ছে। এর মাধ্যমে দেশের আবহাওয়া পর্যবেক্ষণ, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ আরও বিভিন্ন খাতে-এর ব্যবহার ব্যাপক অগ্রগতি আনবে। এজন্য বাংলাদেশ বেশ সম্ভাবনাময়। ন্যানো-স্যাটেলাইটের আন্তর্জাতিকভাবে একটি সংজ্ঞা দাঁড় করানোর কাজ চলছে। এভাবে ন্যানো-স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ গবেষণায় উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশও নাম লেখাচ্ছে।
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন