সফল ও স্বার্থক ৬ দফা নির্বাচন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ জুন, ২০১৬, ০৪:২১:০৭ বিকাল



সদ্য শেষ হওয়া ৬ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট অতীতের যে কোনো বারের চেয়ে এবারে ভালো হয়েছে। প্রথমবারের মতো দলভিত্তিক স্থানীয় সরকারের এ নির্বাচনে দেড় ডজন দল অংশ নিলেও মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দশম সংসদ নির্বাচন বর্জন করা নবম সংসদের বিরোধী দল বিএনপির মধ্যে। ভোট নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টির ব্যাপার নেই। গুটিকয়েক মারামারি ও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে। সকল নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্বসুষ্ঠুভাবে পালন করেছে। সারা দেশের সব ক্ষেত্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। এভাবে বর্তমান পরিবেশে দেশের সরকার ও নিরাপত্তা বাহিনী তাদের অক্লান্ত পরিশ্রমে দেশের ৬ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন সফল ও স্বার্থক করেছেন।

বিষয়: বিবিধ

৯০০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371096
০৫ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
মোস্তাফিজুর রহমান লিখেছেন : গুটিকয়েক মারামারি ও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে।- ঈগলের চোখের দৃষ্টি খুব প্রখর জানি, কিন্তু আপনার চোখে কি পড়েছে??
নির্বাচনকে সুষ্ঠু বলছেন?? আপনি মানুষ না আ'লীগ??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File