রাজধানীর পর দেশের দ্বিতীয় নভোথিয়েটার হচ্ছে রাজশাহীতে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ জুন, ২০১৬, ০৩:১২:০৪ দুপুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে দেশের প্রতিটি বিভাগে একটি করে নভোথিয়েটার প্রতিষ্ঠার নির্দেশনা দেন। এই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর পর দেশের দ্বিতীয় নভোথিয়েটার হচ্ছে রাজশাহীতে। শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের রাজশাহী শাখা। ইতোমধ্যে নির্ধারিত জমি বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২২ কোটি তিন লাখ টাকা। এর পুরোটাই ব্যয় হবে সরকারী অর্থায়নে। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য, জনমনে বিজ্ঞান সম্পর্কিত সুস্পষ্ট আচরণ নিবিষ্ট করা ও সমাজ থেকে বিভিন্ন কুসংস্কার ও অন্ধ বিশ্বাস দূর করা, নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বিনোদনের মাধ্যমে শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন