মনগড়া স্টেটাস বা ভুয়া ভিডিও দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় না!

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ জুন, ২০১৬, ০৪:২২:১৬ বিকাল



বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একের পর এক কেলেঙ্কারীর জন্ম দিয়েই চলেছে। এ নিয়ে দলটির বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে বিরূপ মনোভাব গড়ে ওঠলেও দলের প্রধান থেকে নীতিনির্ধারক কেউই এসব কেলেঙ্কারী সৃষ্টি থেকে বেরিয়ে না এসে বরং নিত্যনতুন কেলেঙ্কারীর জন্ম দিয়েই চলেছে। সম্প্রতি বিএনপির নানা কেলেঙ্কারী নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় বইলেও তারা সে দিকে কর্ণপাত করছে না। কেলেঙ্কারী ও ভূয়া ভিডিও বানিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বোকা বানাতে চেয়েও বোকা বানাতে পারছে না বিএনপি। বরং তারাই তাদের পাতা ফাঁদে বার বার পতিত হচ্ছে। তাদের সব ষড়যন্ত্র বোমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসছে। তবু বিএনপি নেতাদের হুস হচ্ছেনা, একই জালিয়াতির কাজ করেই চলেছে। বিএনপির ক্রমাগত নেতিবাচক রাজনীতির কারণেই দলটির জনপ্রিয়তা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তারপরও তারা কেন যে নেতিবাচক রাজনীতির একই বৃত্তের ঘুরপাক খাচ্ছে তা বোধগম্য হচ্ছে না। তারা কিছুতেই বুঝতে চাইছে না, বর্তমান তথ্য প্রযুক্তির এ উৎকর্ষতার যুগে ভূয়া ভিডিও বানিয়ে বা ফেসবুকে মনগড়া স্টেটাস দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা সম্ভব নয়।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File